Raju Srivastava: ভারতীর চোখে জল, কপিলের মুখ থমথমে, রাজুর স্মরণসভায় এলেন কারা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 26, 2022 | 11:15 AM

Raju Srivastava: গত বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু। গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ৪১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ার পর চলে গিয়েছেন তিনি।

Raju Srivastava: ভারতীর চোখে জল, কপিলের মুখ থমথমে, রাজুর স্মরণসভায় এলেন কারা?
রাজুর স্মরণসভায় হাজির বলিউড

Follow Us

দিল্লিতে সম্পন্ন হয়েছিল কমেডিয়ায় রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য। কাজের কারণে বলিউডের অনেকেই মুম্বই থেকে দিল্লি পৌঁছতে পারেননি। মুম্বইয়ে রবিবার অনুষ্ঠিত হল রাজুর স্মরণসভা। হাসিখুশি মানুষটিকে সম্মান জানাতে সেই সভায় হাজির ছিলেন ভারতী সিং থেকে কপিল শর্মারা। মৃত্যুর খবর পেয়েই হাউহাই করে কেঁদে ফেলেছিলেন ভারতী। রবিবারেও তাঁর চোখ ভরে উঠল জলে। অন্যদিকে কপিলের মুখও থমথমে। হাজির ছিলেন কৌতুকশিল্পী জনি লিভারও। প্রিয় বন্ধুর চলে যাওয়ায় বুক ফেটে যাচ্ছিল তাঁরও।

মিডিয়ার সঙ্গেও কথা বলেন কেউ কেউ। জনি লিভার বলেন, “রাজুর কেরিয়ার আমার সঙ্গে শুরু হয়েছিল। আমরা ছিলাম প্রতিবেশী, আমাদের মধ্যে পরিবারগত সম্পর্ক ছিল। এক মহান শিল্পীকে হারালাম আমরা। আমাদের জন্য এ এক বড় ক্ষতি”। মানুষকে হাসান যারা কপিল-ভারতী জনি— তাঁদেরই যে মন খারাপ ছিল রবিবার। বহু কমেডিয়ান এক হয়েছিলেন ঠিকই তবে কোন এক বিষাদের সুর যেন ছড়িয়ে ছিল গোটা জায়গা জুড়েই। হবেই না বা কেন? হাসির জগতে কিংবদন্তীর মৃত্যু বলে কথা!

গত বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু। গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ৪১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ার পর চলে গিয়েছেন তিনি। কমেডি দুনিয়ায় পরিচিত নাম রাজু। তাঁর ভক্তসংখ্যাও অগুণতি। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এও বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। এদের মধ্যে রয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ , ‘বাজিগর’-এর মতো সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

Next Article