Ranbir Kapoor-Alia Bhatt wedding: ছেলের বিয়ের মাঝেই ভাইরাল ঋষি-নিতুর বিয়ের কার্ড, তাতে কী লেখা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 08, 2022 | 3:07 PM

Ranbir Kapoor-Alia Bhatt wedding: ছিমছাম সেই কার্ডে প্রথমেই লেখা ছিল মিস্টার ও মিসেস রাজ কাপুর তাঁদের সন্তানের বিয়েতে আপনাকে স্বাগত জানাচ্ছে। রাজ কাপুরের স্ত্রীর উল্লেখ ছিল না কোথাও। আর ঋষির পরিচয়ের আগে লেখা ছিল পৃথ্বীরাজ কাপুরের নাতি।

Ranbir Kapoor-Alia Bhatt wedding: ছেলের বিয়ের মাঝেই ভাইরাল ঋষি-নিতুর বিয়ের কার্ড, তাতে কী লেখা?
ছেলের বিয়ের মাঝেই ভাইরাল ঋষি-নিতুর বিয়ের কার্ড, তাতে কী লেখা?

Follow Us

কেটে গিয়েছে ৪২টা বছর। কাপুর পরিবারের অন্যতম জাঁকজমকের বিয়ের স্মৃতি আজ ফিকে। তবু ছেলে রণবীর কাপুরের বিয়ের ঠিক আগে আরও একবার ভাইরাল ঋষি কাপুর ও নিতু সিংয়ের বিয়ের কার্ড। কেমন ছিল বলিউডের অন্যতম হেভিওয়েট সেই বিয়ের কার্ড? কীই বা লেখা ছিল তাতে?ছিমছাম সেই কার্ডে প্রথমেই লেখা ছিল মিস্টার ও মিসেস রাজ কাপুর তাঁদের সন্তানের বিয়েতে আপনাকে স্বাগত জানাচ্ছে। রাজ কাপুরের স্ত্রীর উল্লেখ ছিল না কোথাও। আর ঋষির পরিচয়ের আগে লেখা ছিল পৃথ্বীরাজ কাপুরের নাতি। আরকে স্টুডিয়োতে বসেছিল বিয়ের আসর। বিয়ের তারিখ ১৯৮০ সালের ২৩ জানুয়ারি। কখন আসতে হবে তাও লেখা ছিল সবিস্তারে। সাড়ে ছয়টা থেকে ন’টার মধ্যে আসতে বলা হয়েছিল অতিথিদের।

এখানেই শেষ নয়। উলেক্ষ করা ছিল কাপুর পরিবারের বাকি সদস্যদের নামও। মিস্টার অ্যান্ড মিসেস শাম্মি কাপুর, মিস্টার অ্যান্ড মিসেস রণধীর কাপুর, মিস্টার অ্যান্ড মিসেস শশী কাপুরসহ অনেকেরই নামই। তবে প্রতি ক্ষেত্রেই কাপুর পরিবারের পুরুষ সদস্যদের নাম উল্লেখ থাকলেও মহিলাদের নাম উল্লেখ থাকেনি। ছেলের বিয়ের ঠিক আগে বাবা-মায়ের ভাইরাল হওয়া এই কার্ড দেখে মুগ্ধ নেটিজেনও।

অনেকেই লিখছেন, “জীবন ও সময় কী করে চলে যায়, বোঝাই যায় না ঠিক মতো”। বিয়ের আগে পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন ঋষি ও নিতু। একসঙ্গে অনেক ছবিতে অভিনয়ও করেছেন তাঁরা। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খেল খেল মে’– তালিকাটা নেহাত কম নয়। তবে বিয়ের পর কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী অভিনয় জগৎ থেকে বেশ কিছুট দূরেই সরে আসতে হয় নিতুকে। তবে কাপুর পরিবারের বৌদের সেলুলয়েডে কাজ না করতে পারার বাধা অনেক শিথিল হয়েছে। বিয়ের পরেও আলিয়া ভাট যে চুটিয়ে কাজ করবেন এ বোধহয় বলার অপেক্ষা রাখে না।

 

 

Next Article