Relationship Gossip: তবে কি ভাঙতে চলেছে সম্পর্ক? ‘আমি ভাল স্বামী নই’, স্বীকার করে নিলেন রণবীর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 16, 2023 | 3:58 PM

Controversy: তবে বিয়ের এক বছর যেতে না যেতেই এ কী কাণ্ড? সম্পর্ক নিয়ে এ কী বললেন অভিনেতা! নিজে মুখেই স্বীকার করে নিলেন তিনি মোটেও ভাল স্বামী নন!

Relationship Gossip: তবে কি ভাঙতে চলেছে সম্পর্ক? আমি ভাল স্বামী নই, স্বীকার করে নিলেন রণবীর
আলিয়া ভাট হোক কিংবা রণবীর কাপুর, করণের সঙ্গে গলায় গলায় ভাব দুজনেরই। একসঙ্গে ছবি করা থেকে শুরু করে পার্টি, সবই চলে এই স্টার জুটির মধ্যে।

Follow Us

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। একবছর সংসার জীবনেই এ কী বললেন অভিনেতা! দীর্ঘ চার বছর লিভইনের পর তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ঘরোয়া বিয়ের আসরে সকলের নজর কেড়েছিলেন জুটি। তবে একটা সময় ক্যাসানোভা রণবীরকেজামাই করার কথা ভাবতেই পারতেন মহেশ ভাট। নিজেই জানিয়েছিলেন সেই কথা। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কিছু বছরের মধ্যেই মেয়ের মনে জায়গা করে নিয়েছিলেন কাপুর সন। তবে দীর্ঘ দিন ঘরে যে অভিনেতাকে লেডিসম্যান বলেই সকলে চিনতে তিনি নাকি কোথাও গিয়ে দিব্যি সংসার করছেন। এই সত্য হয়তো অনেকেই মেনে নিতে পারছেন না। রণবীর আলিয়া জুটির এটাই বৈশিষ্ট্য। তাঁদের এক কন্যা সন্তানকে নিয়ে দিব্যি কাটছে সময়।

তবে বিয়ের এক বছর যেতে না যেতেই এ কী কাণ্ড? সম্পর্ক নিয়ে এ কী বললেন অভিনেতা! নিজে মুখেই স্বীকার করে নিলেন তিনি মোটেও ভাল স্বামী নন! এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে বলতে শোনা যায়, আমার মনে হয় আমার আরও ভাল হওয়া উচিত। এটা খুব জরুরী, যতদিন এই বোধটা থাকবে, তত তাড়াতাড়ি সঠিক পথে আসা যায়। আলিয়া তাঁকে অনেক বেশি বোঝেন। ৫ বছর সম্পর্কে থাকার পর এই বছর এপ্রিল মাসের ১৪ তারিখ আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়েন।

বিয়ের মাস দুই পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এর পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। প্রশ্ন উঠেছিল তড়িঘড়ি ঘরোয়া বিয়ের কারণ কী তবে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া? তা নিয়ে জল্পনাও কম ছিল না সিনে পাড়ায়। ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া তাঁর স্বপ্নের রাজপুত্র রণবীরকে পান। তাই এই ছবি তাঁর হৃদয়ের খুব কাছের। অন্তঃসত্ত্বা হওয়ার পর আলিয়া তাঁর নিজের মাতৃত্বকালীন পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন। দুই স্টারই বর্তমানে জুটিয়ে কাজ করছেন সিনেপাড়ায়। এক কথায় ভক্তদের নজরের কেন্দ্রে এখন এই স্টারজুটি।