Ranveer Singh Secret: ‘ঘামের দুর্গন্ধ সহ্য করে নেব, কিন্তু…’, রণবীরের কাছে অসহ্য কী?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 16, 2023 | 8:57 PM

Bollywood Gossip: রণবীরের কথায়, মুখের গন্ধ তিনি একেবারেই সহ্য করতে পারেন না। গায়ের গন্ধ যে কোনও মানুষের ক্ষেত্রেই ভীষণ স্বাভাবিক। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই বিশেষ হয়ে থাকে, তবে মুখে গন্ধ থাকলে তাঁর আপত্তি।

Ranveer Singh Secret: ঘামের দুর্গন্ধ সহ্য করে নেব, কিন্তু..., রণবীরের কাছে অসহ্য কী?

Follow Us

রণবীর সিং, বরাবরই তিনি বেশ রঙিন মানুষ। সম্পর্ক হোক কিংবা ব্যক্তিগত জীবন, তিনি বরাবরই বিশেষ ছাপ রেখে যান সব ক্ষেত্রেই। তাঁর প্রেম, তাঁর বলিউড ডেবিউ, তাঁর ফ্যাশন, সবটাই দর্শকদের নজরের কেন্দ্রে। সেই রণবীর সিং একাধিক সাক্ষাৎকারে নিজের একাধিক রহস্য খোলসা করেছিলেন। একের পর এক সাক্ষাৎকারে তিনি কখনও জানিয়েছেন তাঁর সম্পর্কের কথা, কন্ডোম সঙ্গে রাখার কথা, কিংবা দীপিকার সঙ্গে সংসার জীবনের কথা। তবে জানেন কী, রণবীর সিং বেশ মানিয়ে নিতে পারেন। তাঁর সঙ্গে যাঁরাই কাজ করেছেন, তাঁরাই বলেছেন যে তিনি বরাবরই বেশ নরম মনের মানুষ। যে কোনও পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারেন। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেও মুখ খুললেন অভিনেতা। প্রকাশ্যে বললেন, ‘আমি ঘামের দুর্গন্ধ সহ্য করে নেব, কিন্তু মুখের গন্ধ কোনও মতেই সহ্য করতে পারব না।’ এটাতেই রণবীর সিং-এর বেজায় সমস্যা।

রণবীরের কথায়, মুখের গন্ধ তিনি একেবারেই সহ্য করতে পারেন না। গায়ের গন্ধ যে কোনও মানুষের ক্ষেত্রেই ভীষণ স্বাভাবিক। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই বিশেষ হয়ে থাকে, তবে মুখে গন্ধ থাকলে তাঁর আপত্তি। রণবীর সিং-এর এই সহজ সরল মনই বারবার দীপিকা পাড়ুকোনের মন জয় করেছেয ‘কফি উইথ করণ’-এর একটি সিজ়নের একটি এপিসোডে রণবীরের হাতে হাত রেখে দীপিকা বলেছিলেন, “আমি অনেক পুরুষের সঙ্গে মিশেছি। কিন্তু যতই মিশি না কেন, মন থেকে আমি ওর (রণবীর সিং) প্রতি ‘কমিটেড’ থেকেছি।” দীপিকা এই কথাগুলো যখন বলছিলেন তাঁর দিকে ‘হা’ করে চেয়েছিলেন রণবীর। সেই চাহনি দেখে কমেন্টের বন্যা নেটপাড়ায়। ‘কফি উইথ করণ’-এর সেই একই সিজ়নে রণবীর মুখ খুলেছিলেন অনুষ্কা শর্মার ব্যাপারে। দীপিকার সামনেই তিনি বলেছিলেন, অনুষ্কাকে কতখানি পছন্দ করতেন তিনি। তাঁর এবং অনুষ্কার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল একটা সময়।