Sushmita-Lalit: সুস্মিতা ও ললিতকে কালো নজর থেকে বাঁচাতে কী করলেন রণবীর সিং?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2022 | 2:17 PM

Sushmita-Lalit: ললিতের টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং থেকে শুরু করে শিল্পা শেট্টিও। জুটিকে খারাপ নজর থেকে বাঁচানোর চেষ্টা করছেন রণবীর সিং।

Sushmita-Lalit: সুস্মিতা ও ললিতকে কালো নজর থেকে বাঁচাতে কী করলেন রণবীর সিং?
ললিতের সঙ্গে সুস্মিতা; রণবীর সিং।

Follow Us

কেন ললিত মোদীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন? কেন ছকভাঙা, বিয়ের মতো প্রতিষ্ঠানবিরোধী মিস ইউনিভার্স ৪৭ বছরে এসে বিয়ে করবেন বলে ভাবছেন? ললিত মোদীর সঙ্গে তাঁর প্রেমকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী নিজেই সেই সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলে দিয়েছেন। জানিয়েছেন, তাঁরা প্রেম করছেন। এবং তাড়াতাড়ি বিয়েটাও করে ফেলবেন। ললিতের টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং থেকে শুরু করে শিল্পা শেট্টিও। জুটিকে খারাপ নজর থেকে বাঁচানোর চেষ্টা করছেন রণবীর সিং।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন। বিয়ে করেননি। কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁর দুটি কন্যা সন্তানও আছে। তাঁদের তিনি দত্তক নিয়েছিলেন। ২০১৮ সালে রোহম শলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুস্মিতার। সম্পর্ক ভাঙে গত বছর। বন্ধুত্বের মিষ্টত্ব বজায় রেখেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সুস্মিতা। অনেকেরই বক্তব্য ছিল, তা হলে কি আবার একা হয়ে গেলেন বঙ্গ সুন্দরী? নাকি তিনি নতুন কাউকে জীবনে পেয়েছেন। এতদিন চুপচাপই ছিল বিষয়টা। কিন্তু ১৪ জুলাই, সন্ধ্যায় গোটা বিশ্বকে চমকে দিয়েছে ললিত মোদীর এই দুটি টুইট।

প্রথম টুইটে ললিত লিখেছেন, “পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়া ঘুরে গ্লোবাল ট্যুর করে লন্ডনে ফিরেছি। আমার ‘বেটার হাফ’ সুস্মিতা সেনও রয়েছেন। নতুন শুরু হল। শেষমেশ নতুন জীবন শুরু করলাম। মনে হচ্ছে চাঁদে চলে গিয়েছি।”

ললিত মোদীর টুইট হইচই ফেলে দিয়েছে। চমকেছেন সুস্মিতার অগুনতি অনুরাগীকুল, এমনকী ক্রিকেটানুরাগীরাও। এতদিন বিয়ে করেননি যে মিস ইউনিভার্স, তাঁর বিয়ের খবর কি না এত আচমকা এল! বিশ্বাসই করতে পারছেন না অনেকে। আসলে ললিত যে লিখেছেন ‘বেটার হাফ’ কথাটা। আসলে বিবাহিত স্ত্রীকেই প্রকাশ্যে বেটার হাফ বলেন দম্পতিরা। সেই সঙ্গে পোস্ট করেছেন একাধিক ভালবাসা ও চুম্বনের স্মাইলি।

ফলে সঙ্গে-সঙ্গে দ্বিতীয় পোস্টটি করেন ললিত। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আপনাদের বোঝার জন্য এই টুইট করছি। আমরা বিয়ে করিনি। কেবল একে-অন্যকে ডেট করছি। আমাদের একদিন বিয়েটাও হয়ে যাবে।” সুস্মিতা সেন বিয়ে করবেন ললিত মোদীকে। এই খবরেও হিল্লোল তুলেছে তাঁর অনুরাগীদের মনে। দ্বিতীয় টুইটে সুস্মিতাকে বিয়ে করার স্পষ্ট আভাস দিয়েছেন ললিত।

এদিকে টুইঙ্কল খান্নার টক শোয়ে এসে সুস্মিতা একসময় বলেছিলেন, “তিন-তিনবার বিয়ে করতে করতেও করিনি। বরাবরই পুরুষরা আমাকে হতাশ করেছেন।” সত্যি বলতে গেলে, সুস্মিতাকে বিয়ে করার কথাও কেউ প্রকাশ্যে জানাননি। ললিতই প্রেমিকদের মধ্যে প্রথম যিনি সরাসরি তাঁকে বিয়ে করবেন বলে পোস্টও করে দিয়েছেন।

ললিতে টুইটের ১৮ ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুস্মিতা। সেই টুইটের সারমর্ম ছিল, “অন্ধকার জায়গায় থাকলে মনে হতে শুরু করে কবর দেওয়া হয়েছে। কিন্তু যদি প্লান্ট করা হয়।” তখনই হয়তো নতুন কিছু শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সুস্মিতা।”

Next Article