নতুন হরর-কমেডি আনতে প্রস্তুত সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ এবং সাকিব সেলিম। ত্রয়ী আরএসভিপি মুভিজ় সমর্থিত ছবি ‘কাকুদা’-তে একসঙ্গে কাজ করতে চলেছে। সিনেমাটি পরিচালনা করছেন মারাঠি ফিল্ম নির্মাতা আদিত্য সরপোটদার।
সোনাক্ষী সিনহা আজ একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নতুন ছবিটির ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রামে রীতেশ দেশমুখ, সাকিব সেলিম এবং আদিত্য সরপোটদারের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে সোনাক্ষী সিনহাকে ফিল্মের ক্ল্যাপস্টিক ধরে রয়েছেন। ক্যাপশনে সোনাক্ষী লেখেন যে ছবির শুটিং আজ থেকে শুরু হল।
“বুউউউউউ। ত্রয়ীর ঝামেলার যাত্রা শুরু! আরএসভিপির প্রোডাকশনের একটি ‘স্পুকটাকুলার’ হাসির ছবি, #কাকুদা! আজ শুটিং শুরু হচ্ছে, ” ক্যাপশনে লেখেন অভিনেত্রী।
পোস্টটি ত্রয়ীর ভক্তদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছে। পাশাপাশি, আরএসভিপি মুভিজ় পোস্টে মন্তব্য করে ত্রয়ীর প্রশংসা করেছে।
সোনাক্ষী ছাড়াও সাকিব সেলিম নিজের ইনস্টাগ্রামে আপডেটটি শেয়ার করেছেন। সাকিবও নতুন ছবিটি ঘোষণার করে ক্যাপশনে লেখেন ‘আজকের তাজা খবর।’
সোনাক্ষী সিনহাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দাবাং-থ্রি’ ছবিতে। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান। শীঘ্রই তাকে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে, যা আগামী ১৩ই আগস্ট ডিজনি + হটস্টারে মুক্তি পাবে।