সম্প্রতি দেখা মিলল সইফ আলি খান ও করিনা কাপুর খানের। বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তাঁরা পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে কাজের আপডেট দিয়ে থাকেন তাঁরা। তাই বলে বাড়ির অন্দরমহলে ঢুকে পড়বেন পাপারাৎজিরা, তা মেনে নিতে নারাজ নবাব পুত্র। সম্প্রতি তেমনই ঘটনায় সৃষ্টি হল চাঞ্চল্য। মুম্বই নগরীতে মাঝে মধ্যেই সেলেবদের ফলো করে থাকেন পাপারাৎজিরা। সইফ-করিনার ক্ষেত্রেও এদিন সন্ধ্যায় ব্যতিক্রম ঘটল না। তাঁদেরকে একসঙ্গেই বাড়িতে ঢুকতে দেখা গেল। ঝড়ের মতো ভাইরাল হল সেই ভিডিয়ো। তবে বাড়ির দরজা পর্যন্ত তাঁদের ক্যামেরা ফলো করাতেই মেজাজ হারান সইফ। করিনার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যাওএার সময় সইফ বলে বসলেন, এবার আমারদের বেডরুমে চলে আসুন। কথা শেষ করেই দরজা নিজেই বন্ধ করে দিয়েছিলেন তিনি।
এরপরই সামনে আসে আরও এক খবর। সইফ নাকি রেগে গিয়ে ২০ জন নিরাপত্তা রক্ষীকে চাকরি থেকে চাড়িয়ে দিয়েছেন। কীভাবে তাঁদের উপস্থিতি সত্ত্বেও এমনটা করার সুযোগ পেলেন সেলেব! পাপারাৎজিদের বিরুদ্ধেও নাকি তিনি কড়া ব্যবস্থা নিতে চলেছেন বলেও মেলে খবর। তবে খুব বেশি দেরি না করে এদির রাত ২ টো নাগাদই সবটা স্পষ্ট করে দিয়েছিলেন সইফ আলি খান।
সইফ বলেন, ”বাড়ির নিরাপত্তা রক্ষীদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না। এটা তাঁদের ভুল নয়। কোনও পাপারাৎজিদের বিরুদ্ধেও কোনও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিষয়টা কী ঘটেছে তাকে কেন্দ্র করে নয়। বিষয়টা হল, একটা ব্যক্তিগত সম্পত্তির মধ্যে কীভাবে তাঁরা ঢুকে পড়তে পারে? এটা যদি তাঁরা নিজেদের অধিকার মনে করেন, তবে তা ভুল পদ্ধতি। সবকিছুর একটা সীমা থাকে। দরজার বাইরে, গেটের বাইরে বা বাড়ির বাইরে, এই সীমারেখাটা কে ঠিক করবে?”