‘রাধে’ ভাল ছবি নয়, সমালোচনায় মুখর সলমনের বাবা সেলিম খান!

স্বরলিপি ভট্টাচার্য |

May 27, 2021 | 5:16 PM

‘রাধে’-র সমালোচনা করলেও তার দায় সলমনের উপর চাপাতে নারাজ সেলিম। বরং ভাল চিত্রনাট্যকার না থাকার কারণেই ভাল ছবি তৈরি হচ্ছে না বলে মত তাঁর।

‘রাধে’ ভাল ছবি নয়, সমালোচনায় মুখর সলমনের বাবা সেলিম খান!
সেলিম খান এবং সলমন খান।

Follow Us

এতদিন সমালোচনা ছিল বাইরে। এ বার অন্দরেও সমালোচনা। সদ্য মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। প্রথম থেকেই বিতর্কে ছিল এই ছবি। বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে ‘রাধে’-র। তার জন্য কখনও রিঅ্যাক্টও করেছেন ভাইজান। এ বার ‘রাধে’র সমালোচনা করলেন সলমনের বাবা সেলিম খান

বলিউডে চিত্রনাট্যকার হিসেবে সেলিমের সাফল্য প্রশ্নাতীত। ফলে তাঁর মন্তব্যের গুরুত্ব তো রয়েইছে। গত ঈদে মুক্তি পেয়েছে প্রভুুদেবা পরিচালিত সলমনের ছবি ‘রাধে’। সলমন ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ এই ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সব মিলিয়ে ছবিটি মোটেই পছন্দ হয়নি সেলিমের।

সদ্য এক সাক্ষাৎকারে সেলিম বলেন, “দাবাং থ্রি একদম অন্যরকমের ছবি ছিল। বজরঙ্গি ভাইজানও ভাল ছবি, আর অন্য ছবির থেকে আলাদা। কিন্তু রাধে কখনওই মহান ছবি নয়। কর্মাশিয়াল ছবির একটা দায় থাকে। সকলে যাতে পয়সা ফেরত পান, সে দায়িত্ব থাকে। শিল্পী, প্রযোজক, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর, শেয়ারের প্রত্যেক অংশীদারের টাকা ফেরত পাওয়া উচিত। তবেই তো সিনেমা তৈরির ব্যবসা চলবে। এর উপর ভিত্তি করেই সলমন পারফর্ম করেছে। এই ছবির স্টেকহোল্ডাররা অ্যাডভান্টেজে রয়েছেন। তা ছাড়া রাধে মোটেই মহান ছবি নয়।”

সেলিম মনে করেন, এখন আর ইন্ডাস্ট্রিতে ভাল লেখার লোক নেই। তাঁর কথায়, “হিন্দি এবং উর্দু ভাষা শিখে কেউ এখন আর চিত্রনাট্য লেখেন না। বাইরে কিছু একটা দেখে লিখতে শুরু করে দিলেন। ‘জঞ্জির’ ভারতীয় সিনেমার একটা মাইলফলক। ভারতীয় সিনেমাকে নতুন পথ দেখায় ওই ছবি।কিন্তু তার পর থেকে সেলিম-জাভেজ জুটির বিকল্প ইন্ডাস্ট্রি খুঁজে পেল না। এই পরিস্থিতিতে সলমন কী করবে?”

অর্থাৎ ‘রাধে’-র সমালোচনা করলেও তার দায় সলমনের উপর চাপাতে নারাজ সেলিম। বরং ভাল চিত্রনাট্যকার না থাকার কারণেই ভাল ছবি তৈরি হচ্ছে না বলে মত তাঁর।

আরও পড়ুন, কলকাতায় ইয়াসের তান্ডব না হওয়ায় ক্ষতি কার? কটাক্ষের সুর ভাস্বরের

Next Article