Viral Video: বুকের ওপর খোদাই সলমন, মহিলা ভক্তের কাণ্ড দেখে অবাক নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 28, 2022 | 3:51 PM

Salman Khan: সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে, একজন মহিলা অনুরাগী, যিনি নিজেকে 'সালমান কি দিওয়ানি' বলে দাবি করেছেন, তাকে সলমন খানের ট্যাটু দেখাতে দেখা যায়।

Viral Video: বুকের ওপর খোদাই সলমন, মহিলা ভক্তের কাণ্ড দেখে অবাক নেটপাড়া
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

Follow Us

বলিউডের অন্যতম স্টার সলমন খানের জন্মদিন উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। সম্প্রতি তাঁর ৫৭ তম জন্মদিন উদযাপন করেছে সেলেবমহল থেকে শুরু করে নেটিজেনরা। সেই পার্টিতে শাহরুখ খান, টাবু, সঙ্গীতা বিজলানি এবং কার্তিক আরিয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পার্টির আয়োজন করেছিলেন সলমনের বোন অর্পিতা খান শর্মা এবং তার স্বামী আয়ুষ শর্মা। ভজরঙ্গি ভাইজান স্টার এদিন চুটিয়ে উপভোগ করেন সেলিব্রেশন। দাবাংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর হাজার হাজার ভক্তরাও এদিন তাঁর আবাসন অর্থাৎ গ্যালাক্সির বাইরে জড়ো হতে দেখা যায়। কারও হাতে ফুল, কারও হাতে উপহার।

মাঝে মাঝে অভিনেতারা ভক্তদের সঙ্গে এদিন দেখা করতে বাইরে বেরিয়ে আসছিলেন সলমন। তখনই ফ্রেমবন্দি হতে দেখা যায় সলমন খানকে। ওইটুকু দেকার জন্যই সেদিন ভক্তরা মুখিয়ে ছিলেন। সলমনের বহু ভক্ত আছেন যাঁরা সীমাহীন ভালবাসা প্রকাশ করতে যে কোনও পদক্ষেপই নিতে পারেন। তবে এবার এক মহিলার কাণ্ড দেখে অবাক নেটপাড়া। একজন মহিলা ভক্ত তাঁর বুকে অভিনেতার ট্যাটু করে এবার খবরের শিরোনামে জায়গা করে নিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে, একজন মহিলা অনুরাগী, যিনি নিজেকে ‘সালমান কি দিওয়ানি’ বলে দাবি করেছেন, তাকে সলমন খানের ট্যাটু দেখাতে দেখা যায়। স্পষ্টই বুকে রয়েছে সেই ছবি। তিনি সকলে তার ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট চেক করার জন্য অনুরোধ করেছিলেন সেদিন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তাঁকে চরম ট্রোল করতে শুরু করে। একজন মন্তব্য করেছেন, “লাইমলাইট পাওয়ার নিনজা কৌশল।” “না আপনার স্বামীর, না আপনার মায়ের,  অন্যের ছবি বুকে এঁকে কী আনন্দ পেলেন?” এমনই মন্তব্য ভরপুর নেটপাড়া।

Next Article