কখনও টাক, কখনও ‘তেরে নাম’, বারবার যখন ট্রেন্ডে সলমনের চুলের ছাঁট
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 27, 2023 | 2:30 PM
Salman Khan Hair Cut: যদি সলমন খানের হেয়ারস্টাইল প্রসঙ্গ হয়, তবে তো বলাই বাহুল্য। তেরে নাম ছবি হোক কিংবা কিসি কি ভাই কিসি কি জান, সলমন খানের একাধিক হেয়ারস্টাইল ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে রাতারাতি। বিশেষ করে তেরে নাম ছবির লুক...
1 / 8
যে কোনও স্টারের বিশেষ স্টাইল থাকলেই তা ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে রাতারাতি। আর তা যদি সলমন খানের হেয়ারস্টাইল প্রসঙ্গ হয়, তবে তো বলাই বাহুল্য।
2 / 8
তেরে নাম ছবি হোক কিংবা কিসি কি ভাই কিসি কি জান, সলমন খানের একাধিক হেয়ারস্টাইল ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে রাতারাতি।
3 / 8
বিশেষ করে তেরে নাম ছবির লুক। মাঝে সিথে করে দুদিকে ছোট করে লেয়ার কাট, তাতেই বাজিমাত। দলে দলে সকলেই তখন এই কাট করতে শুরু করেছিলেন।
4 / 8
কিসি কি ভাই কিসি কি জান ছবিতে লম্বা হেয়ারস্টাইলেও মন দিয়েছিলেন অনেকে। কেবল সলমন নন, শাহরুখও বড় চুলের ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
5 / 8
২০০৪ সালে মুঝসে শাদি কারগি ছবি মুক্তি পেয়েছিল। সেখানেও এক বিশেষ স্টাইলে চুল কাটতে দেখা যায় সলমন খানকে।
6 / 8
বীর ছবিতে আবারও দেখা গিয়েছিল সলমন খানের লম্বা চুল। যা দেখে অনেকেই মন দিয়েছিলেন ভাইজানকে। যোদ্ধা লুকে ঝড় তুলেছিলেন তিনি।
7 / 8
টাইগার থ্রি ছবিতে বেশ কয়েকটি লুকে দেখা গিয়েছে তাঁকে। তবে যে স্মার্ট হেয়ারস্টাইলে শেষ কয়েকটি দৃশ্যে ধরা দিয়েছেন ভাইজান, সেই ব্যাকব্রাশ এখন ভাইরাল।
8 / 8
ব্যক্তি জীবনেও সলমন খানের কম হেয়ারস্টাইল ভাইরাল হতে দেখা যায়নি। সম্প্রতি ন্যাড়া হয়ে সকলকে তাক লাগিয়েছিলেন ভাইজান।