Salman Khan: খোদ সলমনের সঙ্গেই বিবাদ! বড় সিদ্ধান্তের পথে ভগ্নীপতি আয়ুষ শর্মা
Salman Khan: সাম্প্রতিক খবর বলছে, আয়ুষ শর্মার সঙ্গেই নাকি সলমনের দেখা গিয়েছে মতের অমিল। আর সেই কারণে নাকি বড় সিদ্ধান্ত নিতে চলছেন তিনি....

ভগ্নীপতিকে নিজে হাতেই বলিউডে লঞ্চ করেছিলেন সলমন খান। একের পর এক হিট প্রজেক্টের অংশ করেছিলেন তাঁকে। তবে সাম্প্রতিক খবর বলছে, আয়ুষ শর্মার সঙ্গেই নাকি সলমনের দেখা গিয়েছে মতের অমিল। আর সেই কারণে নাকি বড় সিদ্ধান্ত নিতে চলছেন তিনি, বলছে বলিউড হাঙ্গামার একটি সূত্র।
সলমনের পরবর্তী ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে অভিনয় করার কথা ছিল আয়ুষের। ছবির শুটিংও নাকি তিনি শুরু করে দিয়েছিলেন। কিন্তু আচমকাই নাকি প্রযোজনার সংস্থার সঙ্গে মতের অমিল দেখা যায় তাঁর। আর সে কারণেই নাকি সলমনলে কার্যত অগ্রাহ্য করে ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন আয়ুষ। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের শেষেই। কিন্তু এ হেন সমস্যার জন্য নাকি তা পিছতেও বাধ্য হচ্ছেন নির্মাতারা। আয়ুষের বদলে কাকে নেওয়া হতে পারে? উঠে আসছে দুটি নাম। অভিনেতা ও অভিমন্যু দেশানি ও জাভেদ জাফরির ছেলে মিজানের কাছে নাকি পৌঁছেছে অফার, শোনা যাচ্ছে এমনটাই। তবে তাঁরা এখনও চুড়ান্ত হননি।
প্রথম দিন থেকেই সলমনের এই প্রজেক্ট ঘিরে শুরু হয়েছে একের পর এক সমস্যা। সলমন খান চেয়েছিলেন ‘কিক ২’-এর শুটিং শুরু করতে। কিন্তু তা না হয়ে প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা ঘোষণা করেন এই ছবির কথা। ছবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ফারহাদ সামজিকে। এই ফারহাদই আবার অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’র পরিচালক। বচ্চন পান্ডে বক্স অফিসে ফ্লপ হওয়ায় তাঁকে পরিচালনা থেকে বাদ দেওয়ার কথাও ওঠে। আর তাতে নাকি আপত্তি জানান সলমন। এর পরেই প্রযোজনা থেকে সরে আসেন সাজিদ নাদিয়াওয়ালা। দায়িত্ব কাঁধে নেন সলমন নিজেই। এবার সলমনের প্রযোজনা সংস্থার সঙ্গেই মতের অমিলের জন্যই নাকি খোদ পরিবারের লোকই না বলে দিয়েছেন ভাইজানকে, শোনা যাচ্ছে এমনটাই। সলমনকে ‘না’ বলার সিদ্ধান্ত অতীতে অনেক অভিনেতাকেই পোহাতে হয়েছে। আয়ুষ যদিও ঘরের লোক, তাঁর ক্ষেত্রে কী করবেন ভাইজান, তা জানতেই মুখিয়ে বলিউডের অন্দরমহলও।
