Shah Rukh Khan: ‘খারাপ কাজ আমি একাই…’, ধূমপান প্রসঙ্গে এ কী বললেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 26, 2023 | 7:05 PM

Gossip: শাহরুখ নিজের এই বদভ্যাস দ্রুত ত্যাগ করার কথা বারবার জানিয়েছিলেন। তবে একটা বয়সের পর নিজেকে ফিট রাখতে সবটাই পাল্টে ফেলেন শাহরুখ খান। পাল্টে যায় তাঁর ডায়েট, পাল্টে যায় তাঁর রুটিন।

Shah Rukh Khan: খারাপ কাজ আমি একাই..., ধূমপান প্রসঙ্গে এ কী বললেন শাহরুখ

Follow Us

শাহরুখ খান নিজের বিষয় খুব একটা রাখঢাক করে কথা বলেন না। নিজের স্ট্রাগেল, কঠিন লড়াই নিয়ে যেমন তিনি কথা বলেন, তেমনই আবার নিজের বদভ্যাসের কথা প্রকাশ্যে স্বীকার করে নিতেও দুবার ভাবেন না। নিজের কোন স্বভাব পাল্টে ফেলতে চান, প্রশ্ন করায় কেরিয়ারের শুরু থেকে বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি ধূমপান ছাড়তে চান। বর্তমানে তিনি ধূমপানের আসক্ত থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পেরেছেন বলে দাবি করেন। একটা সময় দিনে ৩০ টির কাছাকাছি সিগারেট পান তিনি পান করতেন। চেইন স্মোকার ছিলেন শাহরুখ খান। একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নিজের এই বদভ্যাস দ্রুত ত্যাগ করবেন। তবে একটা বয়সের পর নিজেকে ফিট রাখতে সবটাই পাল্টে ফেলেন শাহরুখ খান। পাল্টে যায় তাঁর ডায়েট, পাল্টে যায় তাঁর অভ্যাস।

যে শাহরুখ খান মধ্যরাত পর্যন্ত পার্টি করে ভোরবেলা ঘুমোতে যেতেন, এখন তাঁকে কোনও পার্টিতে দেখা যায় না। এখন তিনি নিয়ম মেনেই ঘুমোতে যান ও ভোরবেলা উঠে সেটে পৌঁছানো তার কাছে খুব একটা বড় বিষয় নয়। সুস্থ থাকতে করেন রীতিমতো শরীরচর্চা। তাই এখন তিনি কোনও বদভ্যাসের সঙ্গে জড়িয়ে নেই এবং তা কোনওভাবেই প্রশ্রয় দেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর করা এক মন্তব্যে এমনটাই স্পষ্ট হয়ে গেল আরও একবার।

পাঠান ছবি থেকেই শাহরুখ খান সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি খুব একটা মিডিয়ার মুখোমুখি হবেন না। কথা দিয়েছিলেন, দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেই হাজির হবেন। সেই কথা রাখতেই সম্প্রতিতে আরও একবার তাঁকে পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আড্ডা দিতে। সেখানে এক ভক্ত তাঁর সঙ্গে ধূমপান করার ইচ্ছে প্রকাশ করাতেই সাফ জবাব দিলেন। তিনি লিখলেন, ‘আমি আমার খারাপ অভ্যাস একাই করে থাকি…।’

Next Article