Amitabh Bachchan: ‘আপনার সঙ্গে একই বাতাসে শ্বাস নিচ্ছি’, অমিতাভকে খোলা চিঠি শাহরুখের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 12, 2023 | 11:57 AM

Shah Rukh Khan: শাহরুখ অমিতাভ জুটি মানেই পর্দায় হিট। আর সেই বলিউড শাহেনশাহকে জন্মদিনে শুভেচ্ছা জানাবেন না বলিউড বাদশা তা কি হয়? একেবারেই নয়। তাই সন্ধে হতেই সোশ্যাল মিডিয়ায় হাজির শাহরুখ খান। লিখলেন এক খোলা চিঠি। অমিতাভ বচ্চনের উদ্দেশে এদিন কৃতজ্ঞতা স্বীকার করলেন কিং।

Amitabh Bachchan: আপনার সঙ্গে একই বাতাসে শ্বাস নিচ্ছি, অমিতাভকে খোলা চিঠি শাহরুখের
কত সুপারস্টার রাতারাতি জনপ্রিয় হয়ে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। কিন্তু অমিতাভ বচ্চন যেমনটা ছিলেন, আজও ঠিক তেমনটাই রয়ে গিয়েছে। অমিতাভ বচ্চনের এই টিকে থাকার রহস্যটা কি?

Follow Us

অমিতাভ বচ্চন, কখনও তিনি বাবা, কখনও আবার কলেজের কঠিন প্রিন্সিপাল, শাহরুখ খানের সঙ্গে পর্দায় সমীকরণ যাঁর কখনও নরম কখনও গরম, সেই বিগ বি-র সঙ্গে শাহরুখ খানের বাস্তবে সম্পর্ক যে কতটা মধুর তা আলাদ করে বলার অপেক্ষা রাখে না। অমিতাভ বচ্চনের পরিবারের সকলেরই ভীষণ পছন্দের পাত্র শাহরুখ খান। জয়া বচ্চন তাঁকে পুত্র স্নেহেই ভালবাসেন। আর শাহরুখ অমিতাভ জুটি মানেই পর্দায় হিট। আর সেই বলিউড শাহেনশাহকে জন্মদিনে শুভেচ্ছা জানাবেন না বলিউড বাদশা তা কি হয়? একেবারেই নয়। তাই সন্ধে হতেই সোশ্যাল মিডিয়ায় হাজির শাহরুখ খান। লিখলেন এক খোলা চিঠি। অমিতাভ বচ্চনের উদ্দেশে এদিন কৃতজ্ঞতা স্বীকার করলেন কিং।

কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়? 

কয়েকদিন আগেই একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে। সেই বিজ্ঞাপন থেকে ছবি শেয়ার করে শাহরুখ খান লিখলেন, ”দৌড় কখনও কঠিন হয় না…রানার্সরা তা কঠিন করে তোলে। আর স্যার আপনি তাঁদের মধ্যে সবচেয়ে কঠিন। গত ৩০ বছর শুধু আপনার আশেপাশে থাকা এবং আপনার মতো একই বাতাসে শ্বাস নেওয়া… একটি আশীর্বাদ স্বরূপ। আপনার জন্মদিনে আপনাকে অনেক শুভেচ্ছা ….দৌড়তে থাকুন এবং আমাদের অনুপ্রাণিত করুন। আপনার সেই জিম… অবিশ্বাস্য। আপনাকে অনেক ভালবাসা!”

প্রতিবছর নিয়ম করে শাহরুখ খানকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকেন অমিতাভ বচ্চন। শাহরুখ খানের যে কোনও সাফল্যে তিনি তাঁকে শুভেচ্ছা জানিয়ে থাকেন। একবার শাহরুখ খানকে নিয়ে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, তিনি শাহরুখের মতো কঠোর পরিশ্রমি তিনি খুব কম দেখেছেন। যদিও শাহরুখ খান কেন, গোটা বলিউড ইন্ডাস্ট্রির কাছেই অমিতাভ বচ্চন এক কথায় গুরুদেব। তাঁর জন্মদিনে তাঁকে সকলেই মধ্যে রাত থেকে শুভেচ্ছা জানিয়েছেন। পাল্টা ধন্যবাদ জানাতে তিনিও ভোলেননি।

Next Article