AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের ফ্লপ: তেরো ছবিতে বাজি মারতে পারেননি ‘বাজিগর’

রাজা সিংহাসনচ্যুত হয়েছেন বহুবার। রাজ্যপাট টলেছে। তবে আবার তা দখল করতেও সময় নেননি রাজা। গত বিশ বছরে ‘বাদশাহ’র এমন সব ছবি, যেগুলো মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে।

| Updated on: Dec 02, 2020 | 8:28 PM
Share
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের সেই ঝামেলা বেশ কয় দিন ধরে রেখেছিল শিরোনাম। কেকেআরের ম্যাচ ছিল সিএসকে'র সঙ্গে। কেকেআর সেই ম্যাচে জেতে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়ান শাহরুখ। যদিও পরে এসআরকে বলেছিলেন, নিরাপত্তারক্ষীরা মেয়ে সুহানা খানকে মাঠে ঢুকতে না দেওয়ায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের সেই ঝামেলা বেশ কয় দিন ধরে রেখেছিল শিরোনাম। কেকেআরের ম্যাচ ছিল সিএসকে'র সঙ্গে। কেকেআর সেই ম্যাচে জেতে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়ান শাহরুখ। যদিও পরে এসআরকে বলেছিলেন, নিরাপত্তারক্ষীরা মেয়ে সুহানা খানকে মাঠে ঢুকতে না দেওয়ায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

1 / 14
ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (মুক্তি: ২১ জানুয়ারি, ২০০০)— ড্রিমজ আনলিমিটেড যার এখন নতুন নাম ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ দ্বারা প্রযোজিত প্রথম ছবি। ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি এরটি কমেডি থ্রিলার। দুর্নীতি বিরোধের গল্প। অভিনয়ে শাহরুখ খান এবং জুহি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। বক্সঅফিস রেজাল্ট ১০ কোটি।

ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (মুক্তি: ২১ জানুয়ারি, ২০০০)— ড্রিমজ আনলিমিটেড যার এখন নতুন নাম ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ দ্বারা প্রযোজিত প্রথম ছবি। ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি এরটি কমেডি থ্রিলার। দুর্নীতি বিরোধের গল্প। অভিনয়ে শাহরুখ খান এবং জুহি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। বক্সঅফিস রেজাল্ট ১০ কোটি।

2 / 14
হে রাম (মুক্তি: ১৮ ফেব্রুয়ারি, ২০০০)— কমল হাসান প্রযোজিত ইতিহাস ধর্মীয় ছবি। তামিল এবং হিন্দি ভাষায় মুক্তি পায়। দেশভাগ এবং মহাত্মা গাঁধীর হত্যা এই দুই ছিল ফিল্মের বিষবস্তু। সে সময়ে বিতর্কেও জড়িয়ে পড়ে ‘হে রাম’ নাসিরুদ্দিন শাহ, কমল হাসান, শাহরুখ খান, ওম পুরি, রানি মুখোপাধ্যায় অভিনীত মাল্টিস্টারার ছবি সমালোচিত হয় কিন্তু ছবির লক্ষ্মীলাভ হয়নি।

হে রাম (মুক্তি: ১৮ ফেব্রুয়ারি, ২০০০)— কমল হাসান প্রযোজিত ইতিহাস ধর্মীয় ছবি। তামিল এবং হিন্দি ভাষায় মুক্তি পায়। দেশভাগ এবং মহাত্মা গাঁধীর হত্যা এই দুই ছিল ফিল্মের বিষবস্তু। সে সময়ে বিতর্কেও জড়িয়ে পড়ে ‘হে রাম’ নাসিরুদ্দিন শাহ, কমল হাসান, শাহরুখ খান, ওম পুরি, রানি মুখোপাধ্যায় অভিনীত মাল্টিস্টারার ছবি সমালোচিত হয় কিন্তু ছবির লক্ষ্মীলাভ হয়নি।

3 / 14
ওয়ান টু কা ফোর (মুক্তি: ৩০ মার্চ, ২০০১)— অভিনয়ে শাহরুখ খান, জুহি চাওলা ও জ্যাকি শ্রফ। প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেনমেন্ট। মার্কিনি ফিল্ম ‘ওয়ান গুড কপ’-এর ভারতীয় রিমেক। ছবির গান সাড়া ফেললেও বক্স অফিসে ছবিটি একেবারেই সাড়া ফেলেনি। মোট আয় সাড়ে পাঁচ কোটি।

ওয়ান টু কা ফোর (মুক্তি: ৩০ মার্চ, ২০০১)— অভিনয়ে শাহরুখ খান, জুহি চাওলা ও জ্যাকি শ্রফ। প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেনমেন্ট। মার্কিনি ফিল্ম ‘ওয়ান গুড কপ’-এর ভারতীয় রিমেক। ছবির গান সাড়া ফেললেও বক্স অফিসে ছবিটি একেবারেই সাড়া ফেলেনি। মোট আয় সাড়ে পাঁচ কোটি।

4 / 14
অশোক (মুক্তি: ২৬ অক্টোবর, ২০০১)— মৌর্য রাজবংশের সম্রাট অশোকের জীবনযাত্রার সিনেম্যাটিক সংস্করণ। বড় চুল। হাতে তলোয়ার। গায়ে লোহার বর্ম। কিং খানের ‘সম্রাট অশোক’ লুক নিয়ে কথা কম হয়নি। বহু আন্তর্জাতিক চলচিত্র উৎসবে স্থান পায় ছবি, কিন্তু দেশে লাভের মুখ দেখতে পায়নি সন্তোষ সিভান পরিচালিত ছবি ‘অশোক’। বক্সঅফিস আয় ৮ কোটি।

অশোক (মুক্তি: ২৬ অক্টোবর, ২০০১)— মৌর্য রাজবংশের সম্রাট অশোকের জীবনযাত্রার সিনেম্যাটিক সংস্করণ। বড় চুল। হাতে তলোয়ার। গায়ে লোহার বর্ম। কিং খানের ‘সম্রাট অশোক’ লুক নিয়ে কথা কম হয়নি। বহু আন্তর্জাতিক চলচিত্র উৎসবে স্থান পায় ছবি, কিন্তু দেশে লাভের মুখ দেখতে পায়নি সন্তোষ সিভান পরিচালিত ছবি ‘অশোক’। বক্সঅফিস আয় ৮ কোটি।

5 / 14
 শক্তি দ্য পাওয়ার (মুক্তি: ২০ সেপ্টেম্বর, ২০০২)— তেলগু ভাষার চলচ্চিত্র ‘অন্তাহপুরাম’-এর রিমেক। মাল্টিস্টারার ছবি। শাহরুখ খানের স্ক্রিন টাইমিং ভীষণ কম। ছবির গল্প নিয়ে সমালোচনা হলেও ছবির লাভের মুখ দেখেনি। বক্সঅফিসে ছবিটি চলেনি। তবে ফিল্মের একটি মাত্র গান এবং সে গানে ঐশ্বর্য রাইয়ের নাচ নিয়ে বেশ চর্চা হয়েছিল।

শক্তি দ্য পাওয়ার (মুক্তি: ২০ সেপ্টেম্বর, ২০০২)— তেলগু ভাষার চলচ্চিত্র ‘অন্তাহপুরাম’-এর রিমেক। মাল্টিস্টারার ছবি। শাহরুখ খানের স্ক্রিন টাইমিং ভীষণ কম। ছবির গল্প নিয়ে সমালোচনা হলেও ছবির লাভের মুখ দেখেনি। বক্সঅফিসে ছবিটি চলেনি। তবে ফিল্মের একটি মাত্র গান এবং সে গানে ঐশ্বর্য রাইয়ের নাচ নিয়ে বেশ চর্চা হয়েছিল।

6 / 14
ইয়ে লমহে জুদাই কে (মুক্তি: ৯ এপ্রিল, ২০০৪)— নিটোল প্রেমের ছবি। শাহরুখ খান এবং রবিনা ট্যান্ডন। একের পর এক সমস্যার সমুখ্খীন হতে হয় ছবিকে। কখনও শুটিংয়ে বডি ডাবলের সমস্যা তো কখনও শাহরুখ-রবিনার ডাবিং না করার সিদ্ধান্তর জন্য ছবি মুক্তি পেতে দেরি হয়। ছবি মুক্তির পর সমালোচনাও কম হয়নি।

ইয়ে লমহে জুদাই কে (মুক্তি: ৯ এপ্রিল, ২০০৪)— নিটোল প্রেমের ছবি। শাহরুখ খান এবং রবিনা ট্যান্ডন। একের পর এক সমস্যার সমুখ্খীন হতে হয় ছবিকে। কখনও শুটিংয়ে বডি ডাবলের সমস্যা তো কখনও শাহরুখ-রবিনার ডাবিং না করার সিদ্ধান্তর জন্য ছবি মুক্তি পেতে দেরি হয়। ছবি মুক্তির পর সমালোচনাও কম হয়নি।

7 / 14
স্বদেশ (মুক্তি: ১৭ ডিসেম্বর, ২০০৪)— রহমানের-গোয়ারিকারের কম্বো। ব্যতিক্রমী স্ক্রিপ্ট। নাসা গবেষণা কেন্দ্রের ভিতরে নাসার লঞ্চ প্যাড ৩৯-এ কেনেডি স্পেস সেন্টারে শুটিং। শাহরুখ খানের অনবদ্য অভিনয়। দু-দুটো জাতীয় পুরস্কার পায় স্বদেশ। তবে সিনেমাহলে চলেনি ছবি। ‘গ্ল্যামারহীন’ লুক মেনে নিতে পারেনি ‘এসআরকিয়ান’! ছবির মোট আয় ১৬ কোটি।

স্বদেশ (মুক্তি: ১৭ ডিসেম্বর, ২০০৪)— রহমানের-গোয়ারিকারের কম্বো। ব্যতিক্রমী স্ক্রিপ্ট। নাসা গবেষণা কেন্দ্রের ভিতরে নাসার লঞ্চ প্যাড ৩৯-এ কেনেডি স্পেস সেন্টারে শুটিং। শাহরুখ খানের অনবদ্য অভিনয়। দু-দুটো জাতীয় পুরস্কার পায় স্বদেশ। তবে সিনেমাহলে চলেনি ছবি। ‘গ্ল্যামারহীন’ লুক মেনে নিতে পারেনি ‘এসআরকিয়ান’! ছবির মোট আয় ১৬ কোটি।

8 / 14
পহেলি (মুক্তি: ২৪ জুন, ২০০৫)— পরিচালনায়। অমল পালেকর। প্রযোজনায় কিং খান এবং তাঁর স্ত্রী গৌরী। পটভূমি রাজস্থান। গল্পে এক অশরীরী আত্মার সঙ্গে নায়িকার প্রেম। ছবির নায়িকা আবার বাঙালি। রানি মুখোপাধ্যায়। ছবির গল্প জোরদার নয়। ২০০৬ সালে অস্কারে মনোনীত হয় ‘পহেলি’। তবে দেশে ‘ভূত’-এ ভয় পায়নি দর্শক আর না প্রেমে পড়েছিল। বক্সঅফিস আয় ১২ কোটি।

পহেলি (মুক্তি: ২৪ জুন, ২০০৫)— পরিচালনায়। অমল পালেকর। প্রযোজনায় কিং খান এবং তাঁর স্ত্রী গৌরী। পটভূমি রাজস্থান। গল্পে এক অশরীরী আত্মার সঙ্গে নায়িকার প্রেম। ছবির নায়িকা আবার বাঙালি। রানি মুখোপাধ্যায়। ছবির গল্প জোরদার নয়। ২০০৬ সালে অস্কারে মনোনীত হয় ‘পহেলি’। তবে দেশে ‘ভূত’-এ ভয় পায়নি দর্শক আর না প্রেমে পড়েছিল। বক্সঅফিস আয় ১২ কোটি।

9 / 14
বিল্লু (মুক্তি: ১৩ ফেব্রুয়ারি, ২০০৯)— নাম ছিল বিল্লু বারবার। তবে হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন দাবি করে ‘বারবার’ শব্দটি তাদের অনুভূতিতে আঘাত করেছে। নাম পাল্টে হয় শুধু ‘বিল্লু’। হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পাওয়ার গল্প। অভিনয়ে ইরফান খান। শাহরুখ খান পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তবে ছবির গল্প জমেনি। মোট আয় ২৩ কোটি।

বিল্লু (মুক্তি: ১৩ ফেব্রুয়ারি, ২০০৯)— নাম ছিল বিল্লু বারবার। তবে হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন দাবি করে ‘বারবার’ শব্দটি তাদের অনুভূতিতে আঘাত করেছে। নাম পাল্টে হয় শুধু ‘বিল্লু’। হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পাওয়ার গল্প। অভিনয়ে ইরফান খান। শাহরুখ খান পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তবে ছবির গল্প জমেনি। মোট আয় ২৩ কোটি।

10 / 14
দুলহা মিল গয়া (মুক্তি: ৮ জানুয়ারি, ২০১০)— শাহরুখ খান, ফারদিন খান, সুস্মিতা সেন, ইশিতা শর্মা। ছবির বিশেষাংশে ছিলেন কিং খান। ছবির গল্প থেকে স্টারকাস্ট ছিল নিরলস। বক্স অফিসে ভীষণ খারাপ রেজাল্ট করে পরিচালক মুদাস্সার আজিজের ছবি। পঁয়তাল্লিশ কোটি বাজেটের ছবির আয় মাত্র চার কোটি!

দুলহা মিল গয়া (মুক্তি: ৮ জানুয়ারি, ২০১০)— শাহরুখ খান, ফারদিন খান, সুস্মিতা সেন, ইশিতা শর্মা। ছবির বিশেষাংশে ছিলেন কিং খান। ছবির গল্প থেকে স্টারকাস্ট ছিল নিরলস। বক্স অফিসে ভীষণ খারাপ রেজাল্ট করে পরিচালক মুদাস্সার আজিজের ছবি। পঁয়তাল্লিশ কোটি বাজেটের ছবির আয় মাত্র চার কোটি!

11 / 14
ফ্যান (মুক্তি: ১৫ এপ্রিল, ২০১৬)— দ্বৈত চরিত্রে এসআরকে। একজন সুপারস্টার আরিয়ান খান্না। অন্যজন আরিয়ান খান্নার ফ্যান পঁচিশ বছরের গৌরব চন্দা। তবে শেষমেশ ফ্যান ‘ফিউরিয়াস’ হয়ে ওঠে, এবং তারপরেই অ্যাকশন এবং থ্রিলার। পরিচালক মণীশ শর্মা। তবে, গল্পের বেশ কিছু দৃশ্য অবাস্তব। যুক্তিহীন। অসঙ্গত। এক কথায় ‘টু ফিল্মি’! ভিএফএক্সে ভরপুর এ ছবির আয় পঁচাশি কোটি।

ফ্যান (মুক্তি: ১৫ এপ্রিল, ২০১৬)— দ্বৈত চরিত্রে এসআরকে। একজন সুপারস্টার আরিয়ান খান্না। অন্যজন আরিয়ান খান্নার ফ্যান পঁচিশ বছরের গৌরব চন্দা। তবে শেষমেশ ফ্যান ‘ফিউরিয়াস’ হয়ে ওঠে, এবং তারপরেই অ্যাকশন এবং থ্রিলার। পরিচালক মণীশ শর্মা। তবে, গল্পের বেশ কিছু দৃশ্য অবাস্তব। যুক্তিহীন। অসঙ্গত। এক কথায় ‘টু ফিল্মি’! ভিএফএক্সে ভরপুর এ ছবির আয় পঁচাশি কোটি।

12 / 14
যব হ্যারি মেট সেজল (মুক্তি: ৪ অগাস্ট, ২০১৭)— ‘হোয়াট ইউ সিক, ইজ সিকিং ইউ’। রুমির লেখা একটি লাইন। ছবিতে ব্যবহার হয়েছেিল। কিন্তু দর্শক এ ছবি থেকে কোনও রসদ খুঁজে পায়নি। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবির গল্পে এনগেজমেন্টের রিং হারিয়ে ফেলা সেজলের সঙ্গী হয় এক ট্যুর গাইড হ্যারি। ছবি শেষে রিং খুঁজে পাওয়া গেলেও সিনেমাহল থেকে ছবি নিখোঁজ হয়ে যায় খুব কম দিনে। ছবির অর্থালাভ মাত্র ৬৪ কোটি।

যব হ্যারি মেট সেজল (মুক্তি: ৪ অগাস্ট, ২০১৭)— ‘হোয়াট ইউ সিক, ইজ সিকিং ইউ’। রুমির লেখা একটি লাইন। ছবিতে ব্যবহার হয়েছেিল। কিন্তু দর্শক এ ছবি থেকে কোনও রসদ খুঁজে পায়নি। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবির গল্পে এনগেজমেন্টের রিং হারিয়ে ফেলা সেজলের সঙ্গী হয় এক ট্যুর গাইড হ্যারি। ছবি শেষে রিং খুঁজে পাওয়া গেলেও সিনেমাহল থেকে ছবি নিখোঁজ হয়ে যায় খুব কম দিনে। ছবির অর্থালাভ মাত্র ৬৪ কোটি।

13 / 14
জিরো (মুক্তি: ২১ ডিসেম্বর, ২০১৮)— এ ছবির রিলিজে পর থেকে পর্দায় নেই তিনি। নিজেই স্বীকার করেন ‘মাই লাস্ট ফিল্ম ওয়াজ এ ডিজ্যাস্টার’। তামঝাম সেট, নাচগানে ভরপুর, জামজমক স্টারকাস্টিং থাকা সত্ত্বেও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ক্যাটরিনা-অনুষ্কা-শাহরুখ অভিনীত ‘জিরো’। ২০০ কোটি বাজেটের ছবি লক্ষ্মীলাভ মাত্র ৯৮ কোটি!

জিরো (মুক্তি: ২১ ডিসেম্বর, ২০১৮)— এ ছবির রিলিজে পর থেকে পর্দায় নেই তিনি। নিজেই স্বীকার করেন ‘মাই লাস্ট ফিল্ম ওয়াজ এ ডিজ্যাস্টার’। তামঝাম সেট, নাচগানে ভরপুর, জামজমক স্টারকাস্টিং থাকা সত্ত্বেও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ক্যাটরিনা-অনুষ্কা-শাহরুখ অভিনীত ‘জিরো’। ২০০ কোটি বাজেটের ছবি লক্ষ্মীলাভ মাত্র ৯৮ কোটি!

14 / 14