Jawan: মোটা টাকায় ‘জওয়ান’ গানের সত্ত্ব বিক্রি, কেন এই ছবি শাহরুখের কাছে এত স্পেশ্যাল…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 01, 2023 | 5:39 PM

Viral News: পাঠান ছবি ভক্ত মনে যতটা ঝড় তুলেছিল, জওয়ান কি সেই একই উত্তেজনার পারদ ধরে রাখতে পারবে? এই প্রশ্নই এখন ঘুরছে ভক্ত মনে।

Jawan: মোটা টাকায় জওয়ান গানের সত্ত্ব বিক্রি, কেন এই ছবি শাহরুখের কাছে এত স্পেশ্যাল...

Follow Us

বক্স অফিসে ঝড় তুলে ২০২৩এ আপাতত সেরা সেরা শাহরুখ খান। হাজার কোটির দরজায় এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি কোনও ছবি। যার ফলে শাহরুখ খানকে নিয়ে উত্তরোত্তর ভক্তদের মধ্যে বাড়ছে আশা। ফলে এখন লক্ষ্যে কেবলই তাঁর আগামী ছবি জওয়ান। পাঠান ছবি ভক্ত মনে যতটা ঝড় তুলেছিল, জওয়ান কি সেই একই উত্তেজনার পারদ ধরে রাখতে পারবে? এই প্রশ্নই এখন ঘুরছে ভক্ত মনে। যদিও এই ছবির লুক এখনও অবধি সম্পূর্ণরূপে প্রকাশ্যে আসেনি। নায় কখনও ব্যান্ডেজ জড়িয়ে নয়তো সিলিউটে (আলোর বিপরীতে শরীরের অবয়ব) শাহরুখ খানকে দেখে মোটেও আশ মিটছে না ভক্তদের। কবে আসবে ছবির টিজার, অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। এমনই সময়ের সামনে এল আরও এক বড় খবর।

মোটা টাকায় বিক্রি হয়ে গিয়েছে শাহরুখ খানের আগামী ছবি জাওয়ানের মিউজিক রাইটস। অর্থাৎ জাওয়ান ছবির গানের স্বত্ব মোটা টাকায় কিনল এক সংস্থা। এই ছবির গানের স্বত্ব কেনার জন্য লাইনে ছিলেন অনেকেই, তবে মোটা টাকা দিয়ে কেবল একটিমাত্র সংস্থায়ী নিজের দখলে রাখলেন জওয়ান অ্যালবাম। তবে এখন দেখার, এই ছবির গান, এই ছবির অ্যাকশন, ছবির উপস্থাপনা দর্শক মনে কতটা জায়গা করে। শাহরুখ খানের কাছে এই ছবি এক বড় চ্যালেঞ্জের। বলিউড সূত্রে খবর ভরপুর অ্যাকশন, সঙ্গে অভিনয়ের দাপট, সবমিলিয়ে এই ছবি নিয়ে ভীষন উৎসাহী শাহরুখ খান। পাশাপাশি পরিশ্রমও করেছেন বহু গুণ বেশি।

শাহরুখ খানের এই ছবি বক্স অফিসে আরও বড় লক্ষ্য মাত্রায় পৌঁছবে, এমনটাই স্বপ্ন ভক্তদের। এরপর সলমন খানের ছবি প্রভাসের ছবি একে একে বিগ বাজেট বহু ছবি মুক্তি পেয়েছে ভারতের বুকে। তবে পাঠান-এর জনপ্রিয়তা তথা বক্স অফিস কালেকশনকে ছুঁতে পারেনি কেউ। এখানেই শেষ নয়, এরপরই পাইপলাইনে রয়েছে ডানকি ছবির কাজ। তবে সূত্র মারফত খবর ডানকি ছবির থেকে জাওয়ান ছবির কাজ অনেক বেশি কঠিন ছিল শাহরুখ খানের জন্য।

Next Article