২০১৮ সাল, মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের ছবি সঞ্জু। সেই শেষ। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পরবর্তী ছবি ঘিরে প্রস্তুতি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনে মুক্তি পেয়ে যেত শামশেরা বা ব্রহ্মাস্ত্র। তবে করোনার কোপে কোথাও গিয়ে যেন এক ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। থমকে গিয়েছিল প্রতিটা ক্ষেত্রের কার্যকলাপ। সিনে দুনিয়ার ঝাপি সবার আগে বন্ধ হয়ে গিয়েছিল। ২০২১-এর শেষ থেকে স্বাভাবিক ছন্দে ফেরার পালা। একে একে মুক্তি পাচ্ছে এক একটি ছবি। সেই তালিকায় এবার পর পর রণবীর কাপুরের ছবি। ২২ জুলাই মুক্তি পেতে চলেছে শামশেরা। তারপরই পাইপলাইনে আছে ব্রহ্মাস্ত্র। টানা চার বছর পর পর্দায় ফিরছেন কাপুর-সন।
ভক্তদের নজরে তাই এবার বলিউড বক্স অফিস ছন্দে ফেরানোর আশা। চলতি বছরে আলিয়া ভাট অভিনীত ছবি গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবি বক্স অফিসে ভাল আয় করেছিল। তারপর ভুল ভুলাইয়া ২ ছবির পালা। কার্তিক আরিয়ানও বেশ ভাল ফল করেন বক্স অফিসে। এখন লক্ষ্যে রণবীর কাপুরের শামশেরা ছবি। রণবীরের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও। এখন এই ছবি বক্স অফিসে কত আয় করতে পারে প্রশ্ন সেখানেই, ২০ দিনের মাথায় আবার রণবীরের ছবিই মুক্তি পাচ্ছে।
তবে শামশেরার প্রথম দিনের বক্স অফিস আয়ের যে সম্ভাব্য সংখ্যা সামনে উঠে আসতে দেখা গেল, তা শুনলে এক কথা. চমকে যেতে হয়। প্রথম তিনই ১২ কোটি আয় করতে চলেছে এই ছবি। বলিউডের ৩০-৪৫ কোটির ওপেনিং-এর ইতিহাস থাকলেও বর্তমানে তেমনটা হওয়ার আশা ক্ষীণ। কারণ রয়েছে বেশ কিছু, এক গত দুবছরে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার অভ্যাসে বেশ কিছুটা বাধা সৃষ্টি হয়, অন্যদিকে ওটিটি-র জেরেও নতুন ছবি হাতে পাওয়ার একটি অপেক্ষা চলে বেশ কিছু সংখ্যক দর্শকদের মধ্যে। পাশাপাশি দক্ষিণী বলিউড প্রতিযোগিতা বর্তমান। সব মিলিয়ে এখন ১২ কোটির ওপেনিং-ই বলিউডের কাছে বেশ আশাজনক।