Baazigar-Shilpa Shetty: ‘বাজ়িগর’-এর ২৮, শিল্পার কেরিয়ারেরও ২৮! বললেন ‘দারুণ জার্নি’
২৮ বছরের কেরিয়ার। ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শিল্পা শেট্টি।
প্রতিশোধের আগুন। দুই হরিহর আত্মা বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তাদের বাবাকে শিক্ষা দিতে চেয়েছিল এক যুবক। ছবির বিখ্যাত সিন এক বোনকে বহুতলের ছাদ থেকে নীচে ফেলে দিচ্ছে সেই যুবক। ২৮ বছর আগে প্রেক্ষাগৃহে বসে এই সিন যাঁরা দেখেছিলেন, বুকের মধ্যে ছ্যাৎ করে উঠেছিল তাঁদের। একেবারে অপ্রত্যাশিত একটা সিন। শাহরুখ খানের কেরিয়ারের প্রথম দিকের অভিনয়। যাঁকে ছাদ থেকে নীচে ফেলে দিয়েছিলেন, তিনি শিল্পা শেট্টি। অন্য বোনের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল।
১৯৯৩ সালের নভেম্বরের ১২ তারিখ মুক্তি পেয়েছিল আব্বাস মাস্তান পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘বাজ়িগর’। শাহরুখ-কাজল-শিল্পা ছাড়াও অভিনয় করেছিলেন দালিপ তাহিল, রাখি গুলজ়ার, সিদ্ধার্থ রায় ও জনি লিভার। ১৯৫৩ সালে প্রকাশিত ইরা লেভিনের লেখা ‘আ কিস বিফোর ডায়িং’ উপন্যাসের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছিল ‘বাজ়িগর’। ১৯৯১ সালে ওই একই নামে তৈরি হয়েছিল একটি ছবি।
View this post on Instagram
কেরিয়ারের শুরুতে ‘বাজ়িগর’, ‘ডর’-এর মতো বহু ছবিতে খল-নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। কিন্তু সেই সব খল-চরিত্র অন্য খল-চরিত্রের থেকে পৃথক বলা যেতে পারে। তাঁকে দেখে যেমন দর্শকের রাগ হত, তেমনই হত সহানুভূতি। ‘বাজ়িগর’ সেরকমই একটি ছবি। শাহরুখের অনবদ্য অভিনয়। কাজলের প্রথম ব্লকবাস্টার রিলিজ ও শিল্পার ডেবিউ। ফলে শিল্পার কেরিয়ারেরও ২৮ বছর পূর্ণ হয়েছে। সেই কথা উল্লেখ করেও একটি পোস্ট করেছেন অভিনেত্রী। মনে দাগ কাটা চরিত্রের কোলাজ করেছেন একটি ভিডিয়োতে।
View this post on Instagram
প্রথম ছবি হিট হোক আর ফ্রপই হোক – চিরকালই মনের কাছেই থেকে যায়। তারপর ‘বাজ়িগর’ ছিল হিট। ফলে ছবির ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে দারুণ একটি পোস্ট করেছেন শিল্পা। ছবির দুটি গান নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছেন অভিনেত্রী। দুটি গানেই রয়েছেন শাহরুখ। দুটি গানই হিট। তিনি লিখেছেন, “অভিনন্দন টিম ‘বাজ়িগর’। খুব ভাল জার্নি ছিল। আরও ২৮ বছর দেখতে চাই। আমার ফ্যানদের অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের জন্যই আমি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি।”
সম্প্রতি শিল্পা ও শাহরুখ দু’জনের জীবনেই ঝড় বয়ে গিয়েছে। পর্নগ্রাফি- কাণ্ডে ফেঁসে গ্রেফতার হয়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। অন্যদিকে মদাক-কাণ্ডে ফেঁসে জেলে ছিলেন শাহরুখের পুত্র আরিয়ান খান। বারবার জামিন পেয়েও ছাড়া পাচ্ছিলেন না তাঁরা। আপাতত দু’জনেই জামিনে মুক্ত।
আরও পড়ুন: RajKumar-Patralekha: শিশু দিবসে বিয়ে করছেন রাজকুমার-পত্রলেখা, বিয়েবাড়িতে চলছে তুুমুল মজা