Shraddha Kapoor: প্রেম ভাঙল শ্রদ্ধা কাপুরের, দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদ!

Shraddha Kapoor: সূত্র বলছে, সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধার জন্মদিনের পার্টিতেও নাকি হাজির ছিলেন না রোহন। সূত্র আরও জানাচ্ছে এ বছরের জামুয়ারি থেকেই নাকি সমস্যার সূত্রপাত।

Shraddha Kapoor: প্রেম ভাঙল শ্রদ্ধা কাপুরের, দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদ!
দীর্ঘ প্রেমের পর বিচ্ছেদের পথেই পা শ্রদ্ধা-রোহনের!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 9:07 AM

চার বছরের চুটিয়ে প্রেমের পর নাকি বিচ্ছেদের পথেই পা বাড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তাঁর প্রেমিক রোহন শ্রেষ্ঠা। সর্বভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক রিপোর্টে দাবি করা হয়েছে তেমনটাই। তবে কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছে তা জানা যায়নি।

সূত্র বলছে, সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধার জন্মদিনের পার্টিতেও নাকি হাজির ছিলেন না রোহন। সূত্র আরও জানাচ্ছে এ বছরের জামুয়ারি থেকেই নাকি সমস্যার সূত্রপাত। তিক্ততা চরমে ওঠে ফেব্রুয়ারি মাসে। এর পরেই দুজনেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। রোহন পেশায় ফোটোগ্রাফার। শ্রদ্ধার ছেলেবেলার বন্ধু। যদিও সম্পর্কের কথা কেউই কোনওদিন স্বীকার করেননি। তবে রোহনের বাবা মুখ খুলেছিলেন এ বিষয়ে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি যতটুকু জানি ওরা খুবই ভাল বন্ধু। ওদের জুহুতে অনেক বন্ধুও রয়েছে। পেশাগত জীবনেও দুজনেই বেশ প্রতিষ্ঠিত। যাই সিদ্ধান্ত তারা নিক না কেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নেবে। যদি ওরা বিয়ে করবে ভেবে তগাজে তাহলে আমি খুবই খুশি হব। কারণ বাধা দেওয়া আমার সংবিধানেই নেই।” শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও মুখ খুলেছিলেন রোহনকে নিয়ে। তিনি বলেছিলেন, “রোহন খুবই ভাল ছেলে। ছোট থেকে ও আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা আমায় বলেনি যে ও রোহনকে বিয়ে করতে চায়। আ,আর তো মনে হয় ওরা এখনও খুব ভাল বন্ধু।”

সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাঁদের প্রেমের খবরে মুখর ছিল বলিপাড়া। সেই সম্পর্কেই হঠাৎ ভাঙন। শ্রদ্ধা ভক্তদের মন খারাপ। তাঁদের একটাই প্রশ্ন, কেন এমন হল?