বলিপাড়ায় রটেছে, বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। প্রায় চার বছরের সম্পর্কের পর নাকি আগামী বছর এপ্রিলেই চার হাত এক হতে চলেছে। একদিকে যখন তাঁদের বিয়ে নিয়ে রটছে নানা কথা, তখন এ নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ নিজেই। তাঁর সাফ কথা, “লুকিয়ে রাখা অসম্ভব”। বিয়ে কী করছেন প্রশ্নে সিদ্ধার্থের উত্তর, “এখনকার দিনে কোনও কিছুই লুকিয়ে রাখা অসম্ভব। কোনও না কোনও ভাবে তা প্রকাশ্যে আসবেই।” তিনি যোগ করেন, ” যদি আমি বিয়ে করি তবে তা লুকিয়ে রাখা সত্যি মুশকিল হিয়ে যাবে। কোনও না কোনও ভাবে তা তো প্রকাশ্যে এসে যাবেই।
সোজা প্রশ্নের সোজা ভাবে উত্তর দেননি সিদ্ধার্থ। আবার বিয়ে যে করবেন না এ কথাও কিন্তু কোথাও বলেননি তিনি। বরং কিছুটা ঘুরিয়েই সবটাই ছেড়ে দিয়েছেন জল্পনার উপর। সিদ্ধার্থ মুখে কিছু বা বললেও, বলিউডের বেশ কিছু প্রথম সারির সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আর কিছু মাসের মধ্যেই নাকি আইনি মতে বিয়ে সারতে চলেছেন তাঁরা। জানা যাচ্ছে, আগামী বছর এপ্রিলেই নাকি এক হবে চার হাত। (Sidharth-Kiara Marriage)
কিয়ারা ও সিদ্ধার্থের ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ওরা নিজেদের সম্পর্ককে আর লুকিয়ে রাখতেই চায় না। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভাবে নিশ্চিত তাঁরা। হয়তো আগামী বছর এপ্রিলেই শুভ কাজটি সেরে ফেলবেন ওরা।” কিন্তু বিয়েতে রয়েছে এক টুইস্ট, জানা যাচ্ছে, দিল্লিতে নাকি হবে বিয়ের অনুষ্ঠান। বলিউড থেকে নাকি আমন্ত্রণ জানান হবে না কাউকেই। একেবারেই দুই পরিবারের উপস্থিতিতে হবে বিয়ে। প্রথমে আইনি মতে বিয়ে এরপর এক রিসেপশন পার্টি দেওয়ার নাকি ইচ্ছে রয়েছে তাঁদের। সেখানে বলিউডের কাউকে নিমন্ত্রণ জানান হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন কেউই। তবে যাই হোক না কেন, সবই যে হবে গোপনে, তেমনটাই ইচ্ছে এই জুটির। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিলে কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।