ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাম কাপুর শেয়ার করেছেন তাঁর সাধের ছবি। দেশ ছেড়ে অনেকদিন হল সোনম ও তাঁর স্বামী বসবাস করছেন লন্ডনে। বিয়ের পরপরই তাঁরা চলে গিয়েছেন সেখানে। সেখান থেকেই মা হওয়ার খবর প্রথম জানিয়েছেন অভিনেত্রী। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরই সন্তানের জন্ম দেবেন মিস্টার অ্যান্ড মিসেস আহুজা। দাদু হবেন অনিল কাপুর। সোনমের গর্ভবতী হওয়ার খবর সামনে আসার পর থেকে খুশির বন্যা বইছে কাপুর ও আহুজা পরিবারে। পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য দুই পরিবারই তৈরি। সোনম কাপুর এদিন পরেছিলেন একটি গোলাপি রঙের জামা। তিনি ফ্যাশনের জন্য বিখ্যাত। তাই সাধেও ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন অভিনেত্রী। সোনমের সাধে পারফর্ম করেছেন লিও কল্যান। সোনমের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “বলিউডের স্পাইস গার্ল। আমি সোনমের সাধে পারফর্ম করলাম…”
এই সময় সোনমের সঙ্গে থাকছেন তাঁর বোন রিয়া কাপুর। গত এক সপ্তাহ ধরে ছবি শেয়ার করছেন তিনি। সোনমও দারুণ খুশি বোনকে কাছে পেয়ে। ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন সোনম ও আনন্দ। টানা ৭ বছর ছিল তাঁদের সম্পর্ক। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। একটি ফ্যাশন লেবেলের মালিক আনন্দ। ফ্যাশনিস্তা সোনমকে তিনি সহজেই ইমপ্রেস করতে পেরেছিলেন।
২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে অভিনয় করেছিলেন সোনম। সেই ছবিতে ছিলেন দক্ষিণের সুপারস্টার সলমন দুলকর ও অঙ্গদ বেদী। ‘এক লড়কি কো দেখা তো অ্যাসা লগা’তে বাবা অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তাঁর পরবর্তী ছবি ‘ব্লাইন্ড’ মুক্তির অপেক্ষায়।