চলতি বছর সোনম কাপুর এবং আনন্দ আহুজা আগস্ট মাসে তাঁদের ছেলে বায়ুর জন্ম দিয়েছেন। এরপর থেকেই পাল্টে যায় জীবন। অভিভাবক হয়ে ওঠা, ২০১৮ সালের মে মাসে এইজুটি গাঁটছড়া বাঁধেন। তাঁরা ২০২২ সালের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। বর্তমানে চুটিয়ে সংসার করছেন তাঁরা। জীবনে শুরু হয়েছে নয়া অধ্যায়। আর এই পর্বে এসেই সোনম জানালেন, কেন তিনি ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন এবং কীভাবে তাঁর মা সুনিতা কাপুর এতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তবে এটা ঠিক যে আনন্দ তাঁর জীবনের জন্য সঠিক মানুষ। আর মেয়ের জীবনে সিদ্ধান্ত নেওয়ার বিষয় এই বড় ভূমিকা পালনের কাজ করেছিলেন তাঁর মা সুনিতা।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাবা এবং তাঁর সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, “এ কারণেই রিয়া কাপুর এবং আমি আনন্দ আহুজা ও করণ বুলানিকে বেছে নিয়েছি, কারণ সুনিতা কাপুর (মা) সঠিক বাছাই করতে পেরেছিলেন। আমি মাকেই সমস্ত ক্রেডিট দিচ্ছি …”
সোনম লেখেন- পোস্টটিতে স্পষ্টই লেখা থাকে, বাবা, তোমার সন্তানেরা লক্ষ্য করেছে, কখন তুমি তোমার স্ত্রীর হাত ধরেছো, কখন তুমি পিছনে থেকে সাপোর্ট করেছো। তোমার মেয়েরা দেখেছে, কখন তুমি তোমার স্ত্রীর কথা শুনেছ, কখন তুমি স্ত্রীর কথা এড়িয়ে গিয়েছ। সেও কথা বলার সময় লক্ষ্য করেছে তুমি তোমার ফোনে ডুবে রয়েছে, তোমার চারপাশে কী ঘটছে তা এড়িয়ে যাচ্ছ। তোমার মেয়ে সবটা দেখছে, প্রতিটা ছোট ছোট বিষয় দেখছে।
একাধিকবার সোনামকে বলতে শোনা যায় যে তাঁর বাড়িতে তাঁর মায়ের কথাই শেষ কথা। অনিল কাপুর, সুনিতার সম্পর্কের সমীকরণ নিয়ে বিটাউনে কখনই কোনও প্রশ্নে উঠতে দেখা যায়নি। তবে ব্যবসায়ীকে বিয়ে করে সুখে রয়েছেন সোনম। কারণ তাঁর মা, নিজের জীবনের মূল্যায়ন করেই মেয়ের জন্য পাত্র খুঁজেছিলেন। সোনমের পোস্টে ইঙ্গিত স্পষ্ট।