মা হতে বাকি ছিল আরও বেশ কিছু দিন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সন্তানের জন্ম দিয়ে দিলেন অভিনেত্রী সোনম কাপুর? সোনমের এক ভাইরাল হওয়া ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল হইচই। ছবিটিতে দেখা যাচ্ছে এক গাল হাসিমুখে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সোনম। তাঁর কোলে সদ্যোজাত। পরম নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমোচ্ছে সে। এর পরেই সোনমের ইনস্টাগ্রাম ভরে ওঠে শুভেচ্ছা বার্তায়। কিন্তু আসল সত্যিটা কী?
আপনাদের জানিয়ে রাখা যাক, সোনমের যে ছবি ভাইরাল হয়েছে তা আসলে ভুয়ো অর্থাৎ ফেক। এখনও পর্যন্ত মা হননি সোনম। তবে সন্তান জন্ম দেওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তিনি। যে ছবিটি ভাইরাল হয়েছে তা সোনমের মুখ কেটে বসানো অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ‘মরফড’। ডিজিটাল যুগে এই মরফিংয়ের ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার দেখা গিয়েছে এমন ঘটনা। গত বছর বিরাট ও অনুষ্কার সন্তান জন্ম নেওয়ার সময়েও হয়েছিল একই ঘটনা। সেই সময়ও ভামিকার বেশ কিছু ফেক ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এমনকি টলিউডে কোয়েল মল্লিকের সন্তান জন্ম নেওয়ার পরেও ঘটেছিল ওই একই ঘটনা।
সে যাই হোক, সোনমে যে অন্তঃসত্ত্বা এ খবর মিথ্যে নয়। কাপুর পরিবারও নতুন অতিথিকে স্বাগত জানাতে পুরোদমে তৈরি। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, বাবা অনিল কাপুর মেয়ের সাধের ব্যবস্থাও করতে চলেছেন খুব শীঘ্রই। কিছুদিন আগেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে বিদেশে ‘বেবিমুন’ সেরেছেন সোনম। সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সে ছবিও বেশ জনপ্রিয় হয়েছিল।