সোনু সুদ। নেটিজেনদের বড় কাছের তিনি। লকডাউনে পেয়েছেন নতুন পরিচয়। আমজনতার কাছে তিনি ‘মসিহা’। কিন্তু ‘মসিহা’ও ট্রোল্ড হন মাঝে মধ্যে, ঠিক যেমন হলেন সম্প্রতি। গোবরেই সুগন্ধ খুঁজে পেলেন অভিনেতা। আর তাতেই একের পর এক মজার কমেন্টে সোশ্যাল মিডিয়া ভাসালেন নেটিজেন।
সোনু দুটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেই দেখা যাচ্ছে সোনু যেখানে বসে রয়েছেন তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোবর। সোনুর মুখে চোখে যদিও আনন্দের অভিব্যক্তি। তিনি ‘এনজয়’ করছেন, বলছে ছবির ক্যাপশন। সোনু লিখেছেন, “আমার পঞ্জাবের মাটির সুগন্ধ।”
আর তাতেই অনুরাগীদের একটা বড় অংশ সোনুর ‘ভুল’ শুধরে দিয়ে লেখেন, “স্যর, পঞ্জাবে মাটির গন্ধ কোথায়, আপনি যেটা মাটি ভাবছেন সেটা আদপে গোবর।” আর একব্যক্তির রসিক মন্তব্য, “স্যর গোবরের গন্ধকেই সুগন্ধ ভাবছেন, সবেরই ভাল দিক খুঁজে বেড়ান আমাদের মসিহা।” সোনু সুদ যদিও এই সব মন্তব্যের পাল্টা কিছু লেখেননি।
প্রসঙ্গত, লকডাউনে একের পর এক পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর জন্য নিজের হাতে বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা সোনু সুদ। তারপর থেকেই নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। জোর গুঞ্জন উঠেছিল, এ বার রাজনীতিতে নামবেন ‘মসিহা।’তবে সাম্প্রতিককালে জানা গিয়েছে, সক্রিয় রাজনীতিতে নামছেন সোনু সুদের বোন মালবিকা সুদ।
২০২২ সালে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মালবিকা। খোদ সোনু সুদই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমরা অফিসিয়ালি ঘোষণা করছি মালবিকা পঞ্জাবের সেবা করতে আসছে।” তবে কোন দলের হয়ে রাজনীতিতে হাতেখড়ি হবে সোনুর বোনের। তা এখনও জানা যায়নি। বোনের পর কি সোনু সুদও রাজনীতিতে আসবেন? এই প্রশ্নের উত্তরে অবশ্য তিনি জানিয়েছেন, আপাতত সেরকম কোনও পরিকল্পনা নেই। কিন্তু সোনু সুদের সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে সব মহলে। তাহলে কি কংগ্রেস বা আপের হাত ধরেই হাতেখড়ি হবে সোনু সুদের? এই প্রশ্নের আপাতত কোনও উত্তর নেই, আছে শুধুই জল্পনা।
আরও পড়ুন- SSR: মর্মান্তিক! দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য