Flora Saini: বডি শেমিং নিয়ে কটাক্ষ, পিসিওএস-এর কঠিন লড়াই, স্ট্রাগেল শেয়ারে টপলেস হল ‘স্ত্রী’ ছবির সেই ভূত
Flora Saini-PCOS: এক মহিলা কোরিওগ্রাফার লাউডস্পিকারে ফ্লোরার শরীর নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন।
রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত বিখ্যাত ‘স্ত্রী’ ছবিতে ‘স্ত্রী’কে মনে পড়ে। সেই ভয়াবহ স্ত্রী! সেই চরিত্রে অভিনয় করেছিলেন ফ্লোরা সাইনি। টপলেস ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পলিসিস্টিক ওভারির শিকার হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে প্রকাশ পেল তাঁর লড়াইয়ের কথা। ওজন বেড়ে যাওয়া পলিসিস্টিক ওভারির অন্যতম লক্ষণ। এই সমস্যায় ভুক্তভোগী বহু মহিলা। আর কে না জানেন, ওজন বেড়ে যাওয়া মূলত অভিনেত্রীদের কাছে কত বড় সমস্যা।
ফ্লোরা সাইনির পোস্ট:
“স্কুলে পড়ার সময় খুব মোটা ছিলাম। দাঁতে ব্রেস লাগানো ছিল আমার। মুখে ব্রণ ছিল। নিজেকে নিয়ে বিন্দুমাত্র আত্মবিশ্বাসী ছিলাম না। ব্যাকবেঞ্চার ছিলাম। বড় বড় পোশাকের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতাম। কিন্তু তাও আমি অভিনেত্রী হয়েছি। শরীরের ওজন নিয়ে যুদ্ধ করেছি। রোগা মেয়েদের মতো সুন্দরী হতে চেয়েছিলাম আমিও। ম্যাগাজ়িনের কভারে নিজেকে দেখতে চেয়েছিলাম। যে কভারে সৌন্দর্যের কথা বলা হয়। মোটা হওয়ার কারণে কেরিয়ারের শুরুতে টানা ১০-১২ বছর কোনও কাজ পাইনি। মনে করা হত মোটা বলেই আমাকে কোনও বিজ্ঞাপনে দেখানো যায় না। আমাকে বলা হত, ‘আপনাকে হয়তো ওজন কমাতে হবে’। আমাকে বুলি করা হত। অভিনেতা হিসেবেও আমি কটাক্ষ শুনেছি। এক মহিলা কোরিওগ্রাফার লাউডস্পিকারে আমার শরীর নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন।
আমি প্রচুর ডায়েটিশিয়ানের কাছে গিয়েছিলাম। ঘণ্টার পর-ঘণ্টা ওয়ার্কআউট করেছিলাম। ওষুধ খেয়েছিলাম। হজমশক্তি বাড়ানোর জন্য পাউডারও খেয়েছিলাম। আমার পলিস্টিটিক ওভারি ধরা পড়ে। যে সমস্যায় অনেক মহিলাই আক্রান্ত। যে সমস্যা কিছুতেই রোগা হতে দেয় না। মন খারাপ করে দেয়। কিছু ভুল সম্পর্কেও জড়িয়ে পড়েছিলাম। নিজেকে ভালবাসতে পারতাম না। অন্য মানুষের থেকে গৃহিত হতে চাইতাম। কিন্তু পরিবর্তে আমাকে বারবার ভেঙে দিয়েছিল ওরা…
নিজের সুন্দর রূপের একাধিক ছবি তুলেছি। নিজেকে ভালবাসতে শিখেছি। বুঝেছি নিজেকে ভালবাসা নিজের থেকেই শুরু হয়। এখন মনে হয় ছোট থেকেই যদি এরকমভাবে নিজেকে ভালবাসতে পারতাম…”
‘স্ত্রী’ ছাড়াও ‘ইনসাইড এজ’ ও ‘মেড ইন ইন্ডিয়া’তে কাজ করেছেন ফ্লোরা। নিজের একটি অ্যাপও লঞ্চ করেছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Neetu-Rishi: ঋষি উপর থেকে দেখলেন সবই; নিতু কাঁদলেন, ‘কাপুর সাহেব…’
আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘আমিও ধোয়া তুলসী পাতা নই’, ‘ক্যাসানোভা’ স্বামী রণবীরকে আড়াল করেছিলেন আলিয়া