সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে সম্পর্কে আসার পর রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) একের পর এক ছবি করার বিষয় চুক্তিবদ্ধ হয়েছিলেন। নিজের চেনা পরিচিতদের সঙ্গে রিয়ার আলাপ করিয়ে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। অনুরোধ করেছিলেন, তাঁদের নিয়ে যেন একটা গল্প লেখা হয়। তাঁরা একসঙ্গে ছবি করতে চান। এখানেই শেষ নয়, তাঁদের সঙ্গে একাধিক লেখক থেকে প্রযোজক এই বিষয় কথাও বলেছিলেন। শোনা গিয়েছিল, রিয়া চক্রবর্তীর সঙ্গে দুটি ছবিতে কাজও করছেন সুশান্ত সিং রাজপুত। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তবে ছবির কথা ধামাচাপাই পড়েছিল বেশ কিছু বছর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে নিয়ে ওঠে বয়কটের ডাক। বলিউড থেকে কোণ ঠাঁসা হয়ে পড়া সেলেবকে নিয়ে সকলের মনেই জেগেছিল প্রশ্ন, তিনি কি আদৌ কোনওদিন বলিউডে নিজের পসার জমাতে পারবেন?
সেই পরিস্থিতিতে একাধিক স্টারেরা আবার তাঁর পক্ষও নিয়েছিলেন। অনেকেই জানিয়ে ছিলেন রিয়ার সঙ্গে যা যা ঘটছে তা সঠিক নয়। তাঁকে বলিউডে জায়গা দেওয়া উচিত। দুবছর পর রিয়া চক্রবর্তী পেতে চলেছেন সেই স্থান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যে ছবি করার কথা ছিল তাঁর, সেই ছবির কাজ শুরু হতে চলেছে।
সম্প্রতি ছবির চিত্রনাট্য লেখক-পরিচালক জুটি তেমনই খবর সামনে আনলেন। সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীর খুব ভাল বন্ধু ছিলেন রুমি জাফরি। তাঁদেরকেই অনুরোধ করেছিলেন সুশান্ত সিং রাজপুত, একটি ছবি যেন তাঁদের নিয়ে করা হয়। একটা ভাল প্রেমের গল্প যেন তাঁদের নিয়ে লেখা হয়। সেই ছবির কাজই এবার শুরু হতে চলেছে। রুমি জাফরি জানান, ‘সুশান্তকে ছাড়া এই ছবি করার অর্থ হল হোস্টকে ছাড়া পার্টি করা। তবে তিনি থেকেই যাবেন। রিয়া চক্রবর্তীর কেরিয়ারের কথা ভেবে এই কাজ শুরু করতে হবে। নতুন অভিনেতার খোঁজ চলছে।’