Sushmita Sen: কেমন আছেন এখন সুস্মিতা? নিজেই এবার দিলেন তিনি স্বাস্থ্যের খবর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 29, 2023 | 5:00 PM

Health Update: সে বিষয়ে অনুরাগীদের ভয় না পাওয়ার আর্জি জানিয়ে মুখ খুলেছিলেন তিনি। এই এতদিন যে পরিমাণ ভালবাসা তিনি পেয়েছেন তাতে যে তিনি আপ্লুত সে কথা জানাতে ভোলেননি সুস্মিতা।

Sushmita Sen: কেমন আছেন এখন সুস্মিতা? নিজেই এবার দিলেন তিনি স্বাস্থ্যের খবর

Follow Us

কয়েক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। বিশ্ব সুন্দরী নিজেকে ফিট রাখতে সব রকমের যত্ন নিয়ে থাকেন। তবে কেন এমনটা ঘটল? তা নিয়ে রীতিমত উদ্বেগ দেখা দিয়েছিল ভক্তদের মনে। খুব বেশিদিন যদিও তিনি সকলকে চিন্তায় রাখেননি। কারণ সুস্মিতা সেন কয়েকদিনের মধ্যে কামব্যাক করেছেন… ভক্তদেরকেও চিন্তায় রাখেননি খুব বেশি দিন। কয়েকদিনের মধ্যেই লাইভে আসেন তিনি। জানিয়েছিলেন, ‘আমি ভাল আছি’। সেদিন সকলের নজরে পড়েছিল গলা ভেঙে গিয়েছিল তাঁর। ঠাণ্ডা লেগেছে জোরদার। সে বিষয়ে অনুরাগীদের ভয় না পাওয়ার আর্জি জানিয়ে মুখ খুলেছিলেন তিনি। এই এতদিন যে পরিমাণ ভালবাসা তিনি পেয়েছেন তাতে যে তিনি আপ্লুত সে কথা জানাতে ভোলেননি সুস্মিতা। ধন্যবাদ জানিয়েছিলেন সমস্ত চিকিৎসককে, যারা এক মুহূর্ত দেরি না করে সুস্মিতাকে সুস্থ করার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করেছেন।

তারপর থেকে তিনি কেমন আছেন সে খবরের খোঁজ করেছিলেন অনেকেই। এবার সেই কৌতুহলও মেটালেন সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমার স্বাস্থ্য ভাল আছে। আমি ভালমন্দ খাচ্ছি। তবে অসুস্থ হওয়ার পর সুস্মিতা জানিয়েছিলেন, সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে ব্যাপারটা যে মারাত্মক হতে পারত সে বিষয়ে ইঙ্গিত দিয়ে সুস্মিতা বলেছিলেন, “জিমে যাওয়া বন্ধ করবেন না। আমি জানি অনেকেই জিমে যাওয়া বন্ধ করে ভাববে, এত জিমে গিয়েও তো ওর তো কোনও লাভ হল না। সেটা ঠিক নয়।” মূল ধমনীতে ব্লকেজ ছিল তাঁর, ম্যাসিভ হার্টঅ্যাটাক হয়– তা সত্ত্বেও প্রাণে বাঁচার কারণ হিসেবে সুস্মিতা জানিয়েছেন সচল জীবনযাত্রা। কাজের মধ্যে থাকেন তিনি, আর সেই কারণেই মৃত্যু তাঁকে ছুঁতে পারেননি বলে দাবি অভিনেত্রীর। আর এবার মিলল তারই প্রমাণ।

Next Article