১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবিতে এক দুর্ধর্ষ ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববি দেওল। ১৫ মিনিটের দৃশ্যে ৩ ঘণ্টা ২০ মিনিটের ছবির অর্ধেক লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স এতটাই জোরদার ছিল যে, নির্মাতারা ঠিক করেছিলেন তাঁকে নিয়ে একটি স্পিন অফ ছবি তৈরি করবেন পরবর্তী সময়ে।। দীর্ঘদিন বলিউডে অবহেলায় পড়ে থাকা এই অভিনেতাকে নতুন রূপে বলিউডে ফিরিয়ে আনার বিষয়ে বিশেষ যত্নবান ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তাঁর এন্ট্রি দৃশ্যে একটি বিশেষ গান রেখেছিলেন তিনি। ‘জামাল কুডু’ গানের ছন্দে নাচতে দেখা গিয়েছিল ববিকে।
ছবিতে গানটি রাখা হয় ববির তৃতীয় বিয়ের দৃশ্যে। এবং তিনি মদের নেশায় ডুবে ছিলেন সম্পূর্ণভাবে। ‘জামাল কুডু’ গানের সঙ্গে একটি বিশেষ নাচের স্টেপ করতে দেখা যায় ববিকে। যেই নাচের স্টেপ এখন সোশ্যাল মিডিয়াতে সেনসেশন তৈরি করেছে। গুচ্ছ-গুচ্ছ রিল তৈরি হচ্ছে। সাধারণ থেকে তারকা প্রত্যেকেই রিলস তৈরি করছেন। কিন্তু জানেন কি, গানের ট্রেন্ডিং স্টেপ কোথা থেকে ধার করা?
‘অ্যানিম্যাল’ ছবির কোরিওগ্রাফারের তৈরি করার নয় এই নাচের স্টেপ। ববি নিজেই এই স্টেপটি আমদানি করেছেন তাঁর পরিবার থেকে। এক সাক্ষাৎকারে ববি স্বীকার করে নিয়েছেন যে, ছোটবেলায় মাথায় জলের গেলাস বসিয়ে এক অদ্ভুত ছন্দে নাচতেন তাঁরা। সেই নাচের ছন্দকেই হুবহু তিনি তুলে ধরেছেন ‘জামাল কুদু’ নাচের সঙ্গে। এবং শুটিংয়ের সময় সেই স্টেপ দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন প্রত্যেকে। তখনই অনুমান করা গিয়েছিল, এই নাচের স্টেপ আগামী কয়েক মাস ইন্টারনেটে রাজত্ব করবে। এবং হলও তাই। ‘জামাল কুডু’ গান এবং সেই গানের সঙ্গে নাচের এই স্টেপ এখন সকলের পায়ে-পায়ে।