Bobby Deol Secrets: দাদা সানি দেওল ‘আর পৃথিবীতে নেই…’, রক্তাক্ত ববি সামলাতে পারলেন না হুঁশ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 18, 2023 | 10:49 AM

Bobby Deol-Sunny Deol: ধর্মেন্দ্রর জ্যেষ্ঠপুত্র সানি দেওল যদি হঠাৎ মারা যান কী করবেন তাঁর কনিষ্ঠপুত্র ববি দেওল? তা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। কেবল জানাননি। রীতিমতো অভিনয়ের মাধ্যমে প্রকাশ করেছেন বিষয়টিকে। যে অভিনয়কে সেরার সেরা 'কামব্যাক' বলে মনে করছেন সমালোচক এবং নেটিজ়েনদের একাংশ। ছোট থেকেই সানি-ববিতে ভাব খুব। একেবারে হরিহর আত্মা দুই তারকা (ভাই)। একজনের কিছু হয়ে গেলে অন্যজন হুঁশ হারিয়ে ফেলেন...

Bobby Deol Secrets: দাদা সানি দেওল আর পৃথিবীতে নেই..., রক্তাক্ত ববি সামলাতে পারলেন না হুঁশ
সানি দেওল (বাঁ দিক থেকে), ববি দেওল এবং ধর্মেন্দ্র।

Follow Us

ধর্মেন্দ্রর জ্যেষ্ঠপুত্র সানি দেওল যদি হঠাৎ মারা যান কী করবেন তাঁর কনিষ্ঠপুত্র ববি দেওল? তা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। কেবল জানাননি। রীতিমতো অভিনয়ের মাধ্যমে প্রকাশ করেছেন বিষয়টিকে। যে অভিনয়কে সেরার সেরা ‘কামব্যাক’ বলে মনে করছেন সমালোচক এবং নেটিজ়েনদের একাংশ। ছোট থেকেই সানি-ববিতে ভাব খুব। একেবারে হরিহর আত্মা দুই তারকা (ভাই)। একজনের কিছু হয়ে গেলে অন্যজন হুঁশ হারিয়ে ফেলেন…

এক সহকারী আসেন ববির কাছে। তাঁর কানে-কানে বলে যান প্রিয় ভাইয়ের মৃত্যু সংবাদ। স্বজন হারানোর সেই বেদনা সে মুহূর্তে কুরে-কুরে খাচ্ছিল ববিকে। মাথা খারাপ করে দিচ্ছিল তাঁর। দুঃসংবাদ দেওয়া সহকারীর চোখে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করতে-করতে তাঁকে মেরেই ফেলেন ববি। তারপরই তিনি হয়ে উঠলেন ‘লর্ড ববি’। ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের প্রত্যাবর্তন দৃশ্য দেখে অনেক অভিনেতাই হয়তো ঈর্ষা করছেন তাঁকে। নেটিজ়েনদের একাংশ বলছেন, এভাবেই কমব্যাক করতে হয়। এমন এক এন্ট্রি হয়েছে তারকার, যা নায়কের চেয়েও বেশি চর্চিত এই মুহূর্তে।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা ববি দেওল অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি। ছবিতে দারুণ পারফর্ম করেছেন ববি। তিনি সেখানে এক নির্বাক ভিলেন। কথা বলতে পারে না ববি অভিনীত চরিত্র আব্রার হক। সে খুবই হিংসাত্মক। স্ত্রীদের কামের বস্তু হিসেবে গণ্য করে। তৃতীয়বার বিয়ে করতে যাওয়ার সময় তার ভাইয়ের মৃত্যুর খবর পায় আব্রার। সদ্য বিবাহিত স্ত্রীকে এক ঘর লোকের সামনে ধর্ষণ করে। তারপর বিবাহ আসরে উপস্থিত প্রথম এবং দ্বিতীয় স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে তাদেরও ধর্ষণ করে। রাগ অবদমন করার জন্য এই নির্বাক ভিলেন ধর্ষণ করে মহিলাদের। এমন এক ভিলেনকে রচনা করেছেন ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

কিন্তু ভাইয়ের মৃত্যু দৃশ্যে ববির অভিনয় আবেগ সত্যি। এক সাক্ষাৎকারে তা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ববি। সেই দৃশ্যে অভিনয় করার সময় তিনি সত্যি মনে করে নিয়েছিলেন তাঁর প্রাণপ্রিয় দাদা সানি দেওল মৃত। বলেছিলেন, “ওই মুহূর্তে মনে করতে চেয়েছিলাম কেউ যদি সত্যিই আমার দাদা সানিকে মেরে ফেলে, আমার মনের অবস্থা কী হবে। সেটা ভেবেই অভিনয় করেছি। আবেগটা কিন্তু সত্যি। আর তা কাল্টে পরিণত হয়েছে এত অল্প সময়ের মধ্যে।”