অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডিজ়। আর্থিক দুর্নীতিতে অনেকদিন আগেই নাম জড়িয়েছিল শ্রীলঙ্কা বংশদ্ভুত এই বলিউড তারকার। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) নিশানায় ছিলেন আগে থেকেই। সুরেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই ফাঁসাল জ্যাকলিনকে। অনেক আগেই এই মামলায় সুকেশের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি। এবার ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অন্যতম অভিযুক্ত হিসেবে ইডির চার্জশিটে নাম উঠল জ্যাকলিনেরও। দিল্লি হাই কোর্টে ইডির ফাইল করা অতিরিক্ত চার্জশিটে এখন জ্বলজ্বল করছে জ্যাকলিন ফার্নান্ডিজ়ের নাম। বুধবারই (১৭.০৮.২০২২) অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে।
‘মোস্ট ওয়ান্টেড কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে অনেক আগেই ইডির চোখে পড়েন জ্যাকলিন। দফায়-দফায় জেরা করা হয়ে অভিনেত্রীকে। তাঁর বিদেশ পাড়ি দেওয়ার ব্যাপারেও রাখা হয় আঁটসাঁট ব্যবস্থা। জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি।
ইডি তরফে আগেই জানা গিয়েছিল, জ্যাকলিনকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছিল সুকেশ। সবটাই অবৈধ উপায়ে অর্জিত অর্থের বিনিময়ে কেনা উপহার। সুকেশের সহযোগী এবং আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত অন্যতম ষড়যন্ত্রকারী পিঙ্কি ইরানি সেই সমস্ত উপহার জ্যাকলিনের কাছে পৌঁছে দিয়েছিল বলে জানিয়েছিল ইডি। সুকেশ একজন জালিয়াত, তা জেনে শুনেই তার থেকে সব ধরনের সুবিধে নিয়েছেন জ্যাকলিন। ইডি এমন দাবিও করেছে।
কেবল তাই নয়। সুকেশের থেকে ৫২ লাখ টাকার ঘোড়া, ৯ লাখ টাকার পার্সিয়ান বিড়াল উপহার নিয়েছিলেন জ্যাকলিন। ইডি এও জানিয়েছিল, কেবল উপহার নয়, জ্যাকলিনের পরিবারের বিভিন্ন সদস্যকেও সময়ে-অসময়ে লাখ-লাখ টাকা দিয়েছিল সুকেশ।
জ্যাকলিনের অভিযুক্ত হওয়ার ঘটনা আরও একটি টাটকা ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে এই মুহূর্তে। গত মাসের রাজ্য রাজনীতি তোলপাড় করা ঘটনা। ২২ জুলাই, শুক্রবার ছিল দিনটা। অ্যাঙ্কর স্টোরি তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটি সংবাদ মাধ্যমের দফতরে। প্রথম পাতা সাজানো হয়ে গিয়েছে। হঠাৎই বোমা ফাটাল ইডি। টুইট করল পাহাড় প্রমাণ টাকার ছবি। তৃণমূলের প্রাক্তন মহাসচিব, তথা প্রাক্তন শিল্পমন্ত্রী, তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ একদা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। পরবর্তীতে ট্রাঙ্ক-ট্রাঙ্ক টাকা উদ্ধার হয়। বর্তমানে পার্থ প্রেসিডেন্সি জেলে, অর্পিতা আলিপুরে। আজ বুধবার, ইডি ফের বোমা ফাটাল। আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করল বলিউডের লাস্যময়ী তারকা অভিনেত্রী জ্যাকলিনকে।
চিরকালই অভিনেত্রী হতে চেয়েছিলেন জ্যাকলিন। ২০০৯ সালে বলিউডে জ্যাকলিনের আত্মপ্রকাশ ঘটে ‘আলাদিন’ ছবিতে। তারপর পরপর ‘হাউজ়ফুল’, ‘মার্ডার টু’, ‘রেস টু’, ‘কিক’, ‘রয়’, ‘ভূত পুলিশ’, ‘অ্যাটাক’, ‘বচ্চন পাণ্ডে’র মতো ছবিতে অভিনয় করেছেন জ্যাকলিন। দারুণ নাচেন বলে একাধিক মিউজ়িক ভিডিয়োতেও কাস্ট করা হয়েছে তাঁকে। বাদশাহের ‘গেন্দাফুল’ ও ‘পানি পানি’ দারুণ ভাইরাল দুটি ভিডিয়ো।