আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে সলমন খানের আগামী ছবি টাইগার থ্রি। ইতিমধ্যেই ছবির প্রথম গান সাড়া ফেলেছে দর্শক দরবারে। দীর্ঘ আট বছর পর জুটিবেঁধেছেন সলমন খান ও অরিজিৎ সিং। সলমন খানের বাড়ি থেকে অরিজিৎ সিং-কে বেরতে দেখেই সুখবর পাওয়ার প্রত্যাশা করেছিল দর্শকেরা, এর কয়েকদিন যেতে না যেতেই প্রকাশ্যে আসে ছবির প্রথম গানের টিজার। ‘লেকে প্রভু কা নাম’ গান মুক্তি পাওয়া মাত্রই তা দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। গানের প্রতি দর্শকদের এই ভাললাগা ভালবাসা দেখে আবেগ ঘন সলমন খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, সকলের এই উচ্ছ্বাস দেখে আমি খুব খুশি। ছুটির মরসুমে একটি পার্টি গান দর্শকদের উপহার দিতে পারলাম। দর্শকদের আনন্দ দিতে পেরে আমি বরাবরই খুব খুশি হই। আমার গান আমার ছবি দিয়ে দর্শকদের আনন্দ দিতে বরাবরই ভাল লাগে আমার। মানুষকে আনন্দ দেওয়ার থেকে বেশি খুশির আর কিছু হতে পারে না। আমার ছবি আমার গান যদি তাঁদের সমস্ত কিছু ভুলিয়ে দিয়ে নির্ভেজাল উচ্ছ্বাস ভাসিয়ে দিতে পারে তবে এর থেকে আনন্দের আর কি থাকতে পারে। প্রেক্ষাগৃহের ভেতর আমাদের ছবি এক আলাদা জগত তৈরি করে। গান আর নাচ আমাদের ছবির এক গুরুত্বপূর্ণ অংশ আমাদের সংস্কৃতির অংশ। আমি সত্যিই ভাগ্যবান যে আমার কেরিয়ারে এমন বেশ কিছু গান রয়েগিয়েছে। আশা করবো লেকে প্রভু কা নাম সেগুলোর মধ্যে একটা হবে। দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে চলতি বছরে সলমন খানের দ্বিতীয় ছবি। আবারও ক্যাটরিনা কইফ ও সলমন খানের জুটি ঝড় তুলতে চলেছে বক্স অফিসে।
আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে সলমন খানের আগামী ছবি টাইগার থ্রি। ইতিমধ্যেই ছবির প্রথম গান সাড়া ফেলেছে দর্শক দরবারে। দীর্ঘ আট বছর পর জুটিবেঁধেছেন সলমন খান ও অরিজিৎ সিং। সলমন খানের বাড়ি থেকে অরিজিৎ সিং-কে বেরতে দেখেই সুখবর পাওয়ার প্রত্যাশা করেছিল দর্শকেরা, এর কয়েকদিন যেতে না যেতেই প্রকাশ্যে আসে ছবির প্রথম গানের টিজার। ‘লেকে প্রভু কা নাম’ গান মুক্তি পাওয়া মাত্রই তা দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। গানের প্রতি দর্শকদের এই ভাললাগা ভালবাসা দেখে আবেগ ঘন সলমন খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, সকলের এই উচ্ছ্বাস দেখে আমি খুব খুশি। ছুটির মরসুমে একটি পার্টি গান দর্শকদের উপহার দিতে পারলাম। দর্শকদের আনন্দ দিতে পেরে আমি বরাবরই খুব খুশি হই। আমার গান আমার ছবি দিয়ে দর্শকদের আনন্দ দিতে বরাবরই ভাল লাগে আমার। মানুষকে আনন্দ দেওয়ার থেকে বেশি খুশির আর কিছু হতে পারে না। আমার ছবি আমার গান যদি তাঁদের সমস্ত কিছু ভুলিয়ে দিয়ে নির্ভেজাল উচ্ছ্বাস ভাসিয়ে দিতে পারে তবে এর থেকে আনন্দের আর কি থাকতে পারে। প্রেক্ষাগৃহের ভেতর আমাদের ছবি এক আলাদা জগত তৈরি করে। গান আর নাচ আমাদের ছবির এক গুরুত্বপূর্ণ অংশ আমাদের সংস্কৃতির অংশ। আমি সত্যিই ভাগ্যবান যে আমার কেরিয়ারে এমন বেশ কিছু গান রয়েগিয়েছে। আশা করবো লেকে প্রভু কা নাম সেগুলোর মধ্যে একটা হবে। দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে চলতি বছরে সলমন খানের দ্বিতীয় ছবি। আবারও ক্যাটরিনা কইফ ও সলমন খানের জুটি ঝড় তুলতে চলেছে বক্স অফিসে।