কল্কি কোয়েচলিনের জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের ৮ অজানা গল্প

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 10, 2021 | 1:01 PM

প্রতিভাবান। ‘স্ট্রেট অন ফেস’ কথাবার্তা। সোজা-সাপটা উত্তর। বোল্ড এবং অসামান্য একজন অভিনেত্রী। কল্কি কোয়েচলিন। আজ ৩৭-এ পা দিলেন নায়িকা। শুভ জন্মদিন কল্কি। তাঁর জীবনের কিছু অজানা গল্প থাকল আজকের কল্কি স্পেশাল গ্যালারিতে।

1 / 8
কল্কির পদবী নিয় বেশ কনফিউশন রয়েছে। ‘কোয়েচলিন’ না ‘কেঁকলা’। ‘কোয়েচলিন’ কিন্তু উচ্চারণে ‘কেঁকলা’।

কল্কির পদবী নিয় বেশ কনফিউশন রয়েছে। ‘কোয়েচলিন’ না ‘কেঁকলা’। ‘কোয়েচলিন’ কিন্তু উচ্চারণে ‘কেঁকলা’।

2 / 8
ফ্রান্স থেকে ভারতে আসেন কল্কির বাবা জোয়েল। ফ্রাঙ্কয়েজ আর্মান্দির প্রেমে পড়েন এবং কাল্লাটি, উটির আসপাশর এক গ্রামে থাকতে শুরু করন। তবে পরে তাঁদের বিচ্ছদ হয়ে যায়, বাবা জোয়েল চলে যান বেঙ্গালুরুতে এবং মায়ের সঙ্গে থাকতে শুরু করেন কল্কি। চার-চারটি ভাষাতে কল্কি সড়গড়। হিন্দি, ইংরেজি, তামিল এবং ফরাসি।

ফ্রান্স থেকে ভারতে আসেন কল্কির বাবা জোয়েল। ফ্রাঙ্কয়েজ আর্মান্দির প্রেমে পড়েন এবং কাল্লাটি, উটির আসপাশর এক গ্রামে থাকতে শুরু করন। তবে পরে তাঁদের বিচ্ছদ হয়ে যায়, বাবা জোয়েল চলে যান বেঙ্গালুরুতে এবং মায়ের সঙ্গে থাকতে শুরু করেন কল্কি। চার-চারটি ভাষাতে কল্কি সড়গড়। হিন্দি, ইংরেজি, তামিল এবং ফরাসি।

3 / 8
মুম্বইয়ে আসার পরপর তিনি বহু টেলিশপিং বিজ্ঞাপনে অভিনয় করেছেন। প্যাকেজড পানীয় জল,টাইটান, ওলে, কোকাকোলার মতো বিজ্ঞাপনেও ছিলেন কল্কি।

মুম্বইয়ে আসার পরপর তিনি বহু টেলিশপিং বিজ্ঞাপনে অভিনয় করেছেন। প্যাকেজড পানীয় জল,টাইটান, ওলে, কোকাকোলার মতো বিজ্ঞাপনেও ছিলেন কল্কি।

4 / 8
বলিউডে কাস্টিং কাউচের মুখোমুখিও হতে হয়েছে অভিনেত্রীকে। এবং বহুবার তিনি নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য এবং আরও অনেক সামাজিক সমস্যার বিষয়ে বক্তব্য রেখেছেন।

বলিউডে কাস্টিং কাউচের মুখোমুখিও হতে হয়েছে অভিনেত্রীকে। এবং বহুবার তিনি নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য এবং আরও অনেক সামাজিক সমস্যার বিষয়ে বক্তব্য রেখেছেন।

5 / 8
স্কুল শেষ করার পর তিনি লন্ডনে পাড়ি দেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে ড্রামা এবং থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ‘থিয়েটার অফ রিলেটিভিটি’ নামে এক থিয়েটার কোম্পানির সঙ্গেও কাজ করেন কল্কি। তবে ক্লকি অভিনেত্রী না হলে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট হতেন।

স্কুল শেষ করার পর তিনি লন্ডনে পাড়ি দেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে ড্রামা এবং থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ‘থিয়েটার অফ রিলেটিভিটি’ নামে এক থিয়েটার কোম্পানির সঙ্গেও কাজ করেন কল্কি। তবে ক্লকি অভিনেত্রী না হলে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট হতেন।

6 / 8
মুম্বইয়ের ‘দ্য কোম্পানি থিয়েটার’ নাট্যদলের সঙ্গে কাজ করা শুরু করেন। তারপর অনুরাগ কাশ্যপের ছবি ‘দেব ডি’ তে ‘লেনি’ র চরিত্রে বলিউডে আত্মপ্রকাশ হয় কল্কির। কিন্তু সে ছবির পরও প্রায় দেড় বছর তিনি কোনও কাজ পাননি।

মুম্বইয়ের ‘দ্য কোম্পানি থিয়েটার’ নাট্যদলের সঙ্গে কাজ করা শুরু করেন। তারপর অনুরাগ কাশ্যপের ছবি ‘দেব ডি’ তে ‘লেনি’ র চরিত্রে বলিউডে আত্মপ্রকাশ হয় কল্কির। কিন্তু সে ছবির পরও প্রায় দেড় বছর তিনি কোনও কাজ পাননি।

7 / 8
মরিক কোয়েচলিন। কলকির প্রপিতামহ ছিলেন চিফ ইঞ্জিনিয়ার। যিনি আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করেন।

মরিক কোয়েচলিন। কলকির প্রপিতামহ ছিলেন চিফ ইঞ্জিনিয়ার। যিনি আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করেন।

8 / 8
এপ্রিল, ২০১১-তে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে করেন কল্কি। তবে সে বিয়ে টেকেনি। ২০১৫ সালে হয় বিবাহ বিচ্ছেদ। ২০১৯ সালে কল্কি জানান তিনি প্রেগনেন্ট। সন্তানের বাবা তাঁর প্রেমিক গাই হার্শবার্গ। ৭ ফেব্রুয়ারি ২০২০ এক কন্যাসন্তানের জন্ম দেন কল্কি। নাম রাখেন সাফো।

এপ্রিল, ২০১১-তে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে করেন কল্কি। তবে সে বিয়ে টেকেনি। ২০১৫ সালে হয় বিবাহ বিচ্ছেদ। ২০১৯ সালে কল্কি জানান তিনি প্রেগনেন্ট। সন্তানের বাবা তাঁর প্রেমিক গাই হার্শবার্গ। ৭ ফেব্রুয়ারি ২০২০ এক কন্যাসন্তানের জন্ম দেন কল্কি। নাম রাখেন সাফো।

Next Photo Gallery