১৯৭০ সালের কথা। আজ থেকে ঠিক ৫৩ বছর আগেকার এক ঘটনার স্মৃতিচারণা করলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তখন চলছিল ‘জনি মেরা নাম’ ছবির শুটিং। ছবির হিরো ছিলেন সুপারস্টার দেব আনন্দ। বক্স অফিসে দারুণ ফল করেছিল সেই ছবি। দারুণ জনপ্রিয় হয়েছিল ছবির প্রত্যেকটি গানও। গানের নির্মাতারা ছিলেন কল্যাণজি এবং আনন্দজি। ‘পল ভর কে লিয়ে’ এবং ‘ও মেরে রাজা’ গানের শুটিং হয়েছিল আউটডোরে। গান দু’টির কথা বলতে গিয়ে শুটিং সম্পর্কিত কিছু কথাও জানিয়েছেন হেমা।
দেব আনন্দের জন্ম শতবার্ষিকীতে তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে কথা বলছিলেন হেমা। ছবির ‘ও মেরে রাজা’ শুটিংয়ের সময় ঘটে এক দারুণ ‘রোম্যান্টিক’ ঘটনা। একটি রোপওয়েতে শুটিং হচ্ছিল গানের। তার জন্য বিহারে যেতে হয়েছিল তাঁদের। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল সেই রোপওয়ে। চলন্ত রোপওয়ের ভিতরে ছিল একটি দৃশ্য।
হেমা বলেছিলেন, “রোপওয়ের ভিতরে একটি চেয়ারে দেবজি বসেছিলেন। আমারও বসার কথা ছিল। কিন্তু আমি যেহেতু সেটা মিস করেছিলেন, তিনি আমাকে তাঁর কোলে বসতে বলেছিলেন। আমার খুব লজ্জা লেগেছিল। এই ধরনের ঘটনায় আমার বাস্তব জীবনেও খুব লজ্জা করে। তারপর বিদ্যুৎ চলে গেল। আমাকে দেবজির কোলেই বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ। আমি দেবজিকে বলেও ছিলাম ওই ভাবে বসে থাকতে আমি পারব না। আমার গোটা ওজন ওনার পায়ে দিতে পারব না। তখন দেবজি আমার ভয় এবং লজ্জা কাটানোর জন্য বলেছিলেন, ‘নীচে তাকিও না, আমার চোখের দিকে তাকাও।'”