AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিকি-ক্যাটের ‘বাগদান’ নিয়ে মুখ খুললেন অভিনেতার বাবা

প্রসঙ্গত, কিছু দিন আগেই এক টিভি শো-য়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সঙ্গে প্রেমের খবর ফাঁস করে দিয়েছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। সূত্রের খবর এর পর থেকেই নাকি মারাত্মক আপসেট ছিলেন ক্যাটরিনা।

ভিকি-ক্যাটের 'বাগদান' নিয়ে মুখ খুললেন অভিনেতার বাবা
ক্যাটরিনা-ভিকি
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 4:50 PM
Share

মিডিয়ার সঙ্গে অনেকদিন থেকেই লুকোচুরি খেলছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। বহু অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেই দেখা গিয়েছে। কিন্তু প্যাপারাৎজিদের আড়াল করেই চলেছেন দুই ‘লাভ বার্ডস’। সম্প্রতি খবর রটে চুপিসারে নাকি বাগদান সেরে ফেলেছেন ভিকি আর ক্যাট।

যদিও ক্যাটরিনার টিম থেকে জানানো হয় এ খবর সত্য নয়। ক্যাট এই মুহূর্তে বিদেশে সলমন খানের সঙ্গে শুট করছেন। অন্যদিকে এক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় ভিকির বাবা শ্যাম কৌশলের সঙ্গে। তাঁকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, “এ খবর মোটেও সত্য নয়।”

এ সবের মধ্যেই এই বছর ক্যাটের জন্মদিনে সলমন খানের ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট অ্যাশলে রেবেলোর অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর ধরন ভিকি-ক্যাটের বাগদান গুঞ্জনে যোগ করেছিল ঘি। শুভেচ্ছা জানাতে অভিনেত্রীর যে ছবি পোস্ট করেছিলেন তিনি, তা বাকিদের থেকে আলাদা। নজর কেড়েছে পোস্টের উপর লেখা লাল রঙের শুভেচ্ছাও। অ্যাশলের ছবিতে দেখা গিয়েছিল, ক্যাটরিনা ব্রাইডাল পোশাকে। পরেছেন সাদা গাউন। অ্যাশলে লিখেছিলেন, “শুভ জন্মদিন ক্যাটরিনা। আশা করছি এই ছবিই খুব শীঘ্রই এই ছবি সত্যিতে পরিণত হবে।” ব্যস আগুনে ঘি। নেটিজেনদের জল্পনা তবে কি ইঙ্গিতে ক্যাটরিনার বিয়ের আগাম খবরই দিয়ে গিয়েছিলেন ওই সলমন ঘনিষ্ঠ? তাই বাগদানের গুঞ্জন প্রকাশ্যে আসতেই দুইয়ে দুইয়ে চার করেছিলেন তাঁরা। যদিও সে হিসেব মেলেনি।

প্রসঙ্গত, কিছু দিন আগেই এক টিভি শো-য়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সঙ্গে প্রেমের খবর ফাঁস করে দিয়েছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। সূত্রের খবর এর পর থেকেই নাকি মারাত্মক আপসেট ছিলেন ক্যাটরিনা। রেগে না গেলেও এভাবে সর্ব সমক্ষে তাঁর এবং ভিকির খবর জানাজানি হতেই ভয় পাচ্ছেন তিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে নাকি পরিচিত মহলে মুখ খুলেছেন ক্যাটরিনা। ক্যাটরিনা ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, “হর্ষ এই কাজ করে মোটেও ঠিক করেনি। হর্ষকে ক্যাটরিনা ভাল করে চেনেও না। আর যদি চেনেও বা তাহলে কি কোনও মানুষের ব্যক্তিগত সম্পর্কের কথা এভাবে বলে দেওয়া যায়?”

ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে আপাতত শুধুই জল্পনা, তবে মিমাররা পেয়ে গিয়েছে নতুন কন্টেন্ট। তাঁদের বাগদানের গুঞ্জন প্রকাশ্যে আসতেই সলমন খানকে নিয়ে শুরু হয়েছে একের পর এক মিম। কেউ লিখেছেন, “গাড়ি বের করুন সলমন ভাই।” কেউ লিখেছেন, “ভাইজান আসছেন।” কেউ সন্দেহ করে লিখেছেন, “এটা কি সত্যি নাকি গুঞ্জন? সেটা যদি না হয়, সলমন ভাইয়ের এবার কী হবে?” ভিকি কৌশলের কেরিয়ার নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন অনেকে। সলমন নাকি তাঁদের বিয়ের জায়গা কোথায় জানতে চাইছেন – এমন কথাও কমেন্টে লিখেছেন নেটিজেনরা। তবে ফ্যানেদের উৎসাহও কম নয়। কবে এক হবে চার হাত? অপেক্ষায় তাঁরা।