Waheeda Rehman: আইসিইউতে ওয়াহিদার সাদা চুল দেখে ভিরমি খেয়েছিলেন সুনীল দত্ত, বলেছিলেন, ‘এ কী করেছ তুমি?’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 25, 2023 | 7:25 PM

Sunil Dutt: সহ-অভিনেতার অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ওয়াহিদা। তাঁকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিলেন সুনীল।

Waheeda Rehman: আইসিইউতে ওয়াহিদার সাদা চুল দেখে ভিরমি খেয়েছিলেন সুনীল দত্ত, বলেছিলেন, এ কী করেছ তুমি?
সুনীল দত্ত এবং ওয়াহিদা রহমান।

Follow Us

আরবাজ় খানের চ্যাট শোয়ের অতিথি হয়ে এসেছিলেন রেট্রো যুগের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রহমান। নানা আলোচনার মাঝে অভিনেতা সুনীল দত্তের সঙ্গে তাঁর এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন ওয়াহিদা। একবার পদযাত্রা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সুনীল। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দীর্ঘদিন তিনি আইসিইউতে ভর্তিও ছিলেন। সহ-অভিনেতার অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ওয়াহিদা। তাঁকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিলেন সুনীল। কেন জানেন?

সেই কারণও ব্যাখ্যা করেছেন এই রেট্রো কুইন। আসলে সেই সময় ওয়াহিদার মাথার সব চুল সাদা করে ফেলেছিলেন তিনি। ওয়াহিদার সেই চেহারা কিছুতেই মেলাতে পারছিলেন না সুনীল। আতঙ্কিত হয়ে তিনি বলেই ফেলেছিলেন, “এটা কী করেছ তুমি?”

আরবাজ়কে ওয়াহিদা সেই টক শোতে বলেছেন, “আইসিইউতে ভর্তি সুনীল দত্তকে দেখতে গিয়েছিলাম আমি। হাসপাতালের নিয়ম অনুযায়ী, যে কোনও একজনই দেখা করতে পারতেন তাঁর সঙ্গে। আমি তাই একাই গিয়েছিলাম। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলাম। এবং আমাকে দেখে একপ্রকার স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সুনীল। আমি জিজ্ঞেস করেছিলাম, কী হয়েছে? তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, ‘এটা কী করেছ তুমি?'”

…বলে চলেন ওয়াহিদা। বলেন, “সুনীলের অমন মুখের ভাব দেখে আমি প্রথমে ভেবেছিলাম তিনি আমার আসায় খুশি হননি। আমি তৎক্ষণাৎ বলি অনুমতি নিয়েই এসেছি। তিনি সেই মুহূর্তেই বলেন যে, তিনি আমার চুলের কথা বলছেন। জিজ্ঞেস করেন, কেন আমি সব চুল সাদা রং করে ফেলেছি। আমি সেদিন তাঁকে জানিয়েছিলেন যে, আমি চুলে সাদা রং করাইনি। বরং চুলে কালো রং করানো বন্ধ করে দিয়েছি বরাবরের মতো। জানাই যে আমার চুল সবই সাদা।”

এর আগেও নানা জায়গায় ওয়াহিদা রহমান বলেছিলেন যে, অনেক অল্প বয়সেই তাঁর চুলে পাক ধরতে শুরু করেছিল। প্রতি ১০ দিন অন্তরই তাঁকে চুল কালো করতে হত শো বিজ়ে টিকে থাকার জন্য। একটা সময় পর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন চুল কালো করতে-করতে। তার উপর স্বামীও অসুস্থ ছিলেন। তাই অত সময়ও পেতেন না নিজের জন্য। ফলে চুলে রং করা ছেড়ে দেন। সেই থেকে সাদা চুলেই নিজেকে মেলে ধরতে থাকেন ওয়াহিদা। তাতে যদিও সৌন্দর্যে কোনও ঘাটতি হয়নি তাঁর।

সুনীল দত্তের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান। ‘এক ফুল এক কাঁটে’, ‘মুঝে জিনে দো’, ‘মেরি ভাবি’, ‘দর্পন’, ‘রেশমা অউর শেরা’, ‘জিন্দেগি জিন্দেগি’তে কাজ করেছেন তাঁরা। ১৯৫৫ সালে তেলুগু ছবি ‘রোজুলু মারাই’ ছবিতে ডেবিউ করেন ওয়াহিদা। তারপর তাঁকে দেখা যায় ‘পেয়াসা’, ‘গাইড’, ‘খামোশি’, ‘ফাগুন’, ‘কভি কভি’, ‘চান্দনি’, ‘লমহে’, ‘রং দে বসন্তি’, ‘দিল্লি সিক্স’-এর তো একাধিক ছবিতে।

Next Article