Vivek Agnihotri: পুজো দেওয়ায় বিশ্বাসী ছিলেন না বিরাট; পুরনো কথা তুলে ক্রিকেটারকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর

Virat-Anushka: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের প্রশংসার পর, বিরাট-অনুষ্কার মন্দির দর্শন নিয়ে মন্তব্য করলেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

Vivek Agnihotri: পুজো দেওয়ায় বিশ্বাসী ছিলেন না বিরাট; পুরনো কথা তুলে ক্রিকেটারকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 7:39 PM

সম্প্রতি দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে-ঘুরে পুজো দিচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি। তাঁদের সাম্প্রতিক দর্শন ঘটে উজ্জয়িনীর মহাকালেশ্বরের মন্দিরে। তা দেখে, তারকা যুগলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবং তারপরই মুখ খুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বলেছেন, “মানুষ সময়ের সঙ্গে পাল্টে যায়”। কিন্তু সেই বলার মধ্যে খোঁচাও আছে।

বিবেক একটি ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, “আমার মনে আছে অনেক বছর আগে বিরাটকে অনেকে ট্রোল করেছিলেন এই মন্তব্য করার জন্য যে, তাঁকে কি পুজো-পাঠে বিশ্বাসী কোনও ব্যক্তির মতো দেখতে লাগে? কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আসে। বিষয়টি কিন্তু দারুণ।”

মন্দিরে পুজো দেওয়া নিয়ে বিরাট এই মন্তব্যটি করেছিলেন ৭ বছর আগে। সেই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে গিয়েছিলেন বিরাট। এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, মাথা ঠান্ডা রাখার জন্য তিনি কি পুজো করেন? এবং জবাবে বিরাট বলেছিলেন, “আমাকে কি দেখে মনে হয় আমি পুজো পাঠে বিশ্বাসী কোনও মানুষ।” তাঁর এই মন্তব্যের পর ট্রোলের শিকার হয়েছিলেন বিরাট।