Katrina Kaif: অভিনয় ছাড়াও আর কীসে ঘোর আসক্তি বউদি ক্যাটরিনার, মুখ খুললেন দেওর…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 18, 2022 | 7:18 PM

Bollywood Secrets: ক্যাটরিনার সঙ্গে তাঁর দেওরের অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। কেমন সেই সম্পর্ক?

Katrina Kaif: অভিনয় ছাড়াও আর কীসে ঘোর আসক্তি বউদি ক্যাটরিনার, মুখ খুললেন দেওর...

Follow Us

পরের মাসেই বিয়ের এক বছর পূর্ণ করবেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। গত বছর ডিসেম্বরের ৯ তারিখ বিয়ে করেছিলেন তাঁরা। দেখতে-দেখতে এসে গেল ভি-ক্যাটের এক বছরের বিবাহবার্ষিকী। এদিকে ‘বউদি’ ক্যাটরিনা কেমন, কেমন তাঁর স্বভাব, তা নিয়ে খোলাখুলি কথা বললেন দেওর সানি কৌশল। ক্যাটরিনার সঙ্গে তাঁর এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। কেমন সেই সম্পর্ক?

বলিউডের প্রতিষ্ঠিত অ্যাকশন ডিরেক্টর শাম কৌশল এবং বীণা কৌশলের দুটি সন্তান। দু’জনই ছেলে। একজন অভিনেতা ভিকি কৌশল, অন্যজন সানি কৌশল। শোনা যায়, অভিনেত্রী শর্বরী বাগের সঙ্গে নাকি প্রেম করছেন সানি।

সম্প্রতি নিউজ় ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা সম্পর্ক বেশকিছু অজানা তথ্য ফাঁস করেছেন সানি। যা শুনলে অভিনেত্রী সম্পর্কে নতুন তথ্য় মিলবে। সানি বলেছেন, “আমার বউদি সম্পূর্ণ রূপে একজন আধ্যাত্মিক মানুষ। আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। আমিও তাই। আমাদের মধ্যে অনেক সুন্দর-সুন্দর আলোচনা হয়েছে। ওর সঙ্গে কথা বলে অনেক কিছু ওর সম্পর্কে আমি জানতেও পেরেছি। আমাদের অনেক আনন্দও হয়েছে।”

কেবল বউদি ক্যাটরিনাই নন, দাদা ভিকি সম্পর্কেও অনেক কথা বলেছেন সানি। বলেছেন, “আমার ভাই খুব দিলখুশ ধরনের মানুষ। ও বিন্দাস। ও যেভাবে বড় হয়েছে, যা দেখেছে, তাই নিয়ে চারকালই খুশি থেকেছে।”

Next Article