Shah Rukh Khan: ‘দেখতে খুব খারাপ, কোনওদিন অভিনেতা হতে পারবেন না’, মন্তব্যে মন ভাঙে শাহরুখের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 01, 2023 | 9:15 AM

Gossip:

Shah Rukh Khan: দেখতে খুব খারাপ, কোনওদিন অভিনেতা হতে পারবেন না, মন্তব্যে মন ভাঙে শাহরুখের

Follow Us

ছোট থেকেই শাহরুখ খান চেয়েছিলেন অভিনয় করতে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নয়। তাই স্ট্রাগেল করতে হয়েছিল বহু। ধারাবাহিক থেকে থিয়েটার, একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরতেন কিং খান। কে জানত একটা সময় তিনি বলিউডের বাদশাতে পরিণত হবেন। শুরুতে অনেকেই তাঁকে ছবির জন্য ডাকতেন কিন্তু যথা সময় কাজ দিতেন না। অনেকেই ভেঙেছিলেন তাঁর মন। এমনই এক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল শাহরুখ খানের মেহমুদের ছেলের থেকে। মেহমুদের সঙ্গে শাহরুখ খানদের সুসম্পর্ক ছিল। তাই আনন্দ করে শাহরুখ খান তাঁদের ক্যামেরায় ভিডিয়ো করেছিলেন। তার পরে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শাহরুখ খানকে, তা আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় তাঁকে।

ঠিক কী ঘটেছিল? একবার এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা যায়, মেহমুদ সাহব আমাদের খুব কাছের মানুষ ছিলেন। ব্যাঙ্গালোরে তিনি আমাদের প্রতিবেশী ছিলেন। তাঁরই ছেলে ম্যাকি। ওদের কাছেই প্রথম ভিডিয়ো ক্যামেরা ছিল। ওরা আমায় ভিডিয়ো তুলেছিল। আর তাতেই মুহূর্তে আমার মন ভেঙে যায়। তখন আমি থিয়েচার করি। ওরা আমার ছবি নিয়ে আমার মায়ের কাছে যায়। মাকে বলেছিলেন, আপনার ছেলে ভাল অভিনয় করে। নাচেও ভাল। সবই ঠিকই আছে। কিন্তু আপনার ছেলেকে খুব খারাপ দেখতে। তাই ও ছবির অভিনেতা কোনওদিন হতে পারবে না।

শাহরুখ খান তাঁর মাকে ভীষণ ভালবাসতেন। এই কথা শোনার পর তাঁর মায়ের ঠিক কী পরিস্থিতি হয়েছিল তা অনুমানও করতে পারছিলেন না তিনি। তবে শাহরুখ খান হাল ছাড়েননি। রূপ নয়, নিজের গুণেই বিশ্বাস রেখেছিলেন শাহরুখ খান। আর সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ খানের সেই আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। বর্তমানে সেই কিং খান দাপিয়ে বেড়াচ্ছেন গোটা বিশ্ব। সামনেই জওয়ান ছবির মুক্তি। সকলকে তাক লাগিয়ে শাহরুখ ঝড় তুললেন ভক্তমনে ছবির প্রথম গান জিন্দা বান্দা মুক্তিতে।

Next Article