Shahrukh-Nayanthara: কথা রাখলেন শাহরুখ, ১০ বছর আগে নয়নতারাকে নিয়ে কী বলেছিলেন কিং খান?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 09, 2023 | 6:00 PM

Viral Video:

Shahrukh-Nayanthara: কথা রাখলেন শাহরুখ, ১০ বছর আগে নয়নতারাকে নিয়ে কী বলেছিলেন কিং খান?

Follow Us

কথা রাখলেন শাহরুখ খান। বরাবরই শাহরুখ খানের কথার দাম রয়েছে এ সত্য অস্বীকার করার নয়। তিনি যে প্রসঙ্গেই যাকেই কোনও কথা দিয়ে থাকেন না কেন, দেরিতে হলেও তা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হবে। এবার দক্ষিণী অভিনেত্রী নয়নতারার ক্ষেত্রেও তা ফোলে গেল। আজ থেকে দশ বছর আগে, শাহরুখ খান এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নয়নতারাকে দেখেছিলেন মঞ্চে উঠে পুরস্কার নিতে। শাহরুখ খান তখন প্রথম সারিতে দর্শক আসনে বসে। নয়নতারার হাতে যখন পুরস্কার তখনই ক্যামেরা চলে যায় শাহরুখ খানের দিকে। শাহরুখ খান তখন হিন্দিতে বুঝিয়েছিলেন নয়নতারাকে তুলে নিয়ে যাবেন বলিউডে। অর্থাৎ নয়নতারার বলিউড ডেবিউ তিনিই করাবেন।

এই কথা দেওয়ার পর কেটে গিয়েছে দশটা বছর। দর্শকরা সে ভিডিয়োর সাক্ষী আজও। শাহরুখ খান ভোলেননি, তাঁর দেওয়া সেই কথা। ২০২৩ সালে এসে তিনি নয়নতারার সঙ্গে তাণর কামব্যাক তালিকায় থাকা দ্বিতীয় ছবি জওয়ান করে ফেললেন। পর্দায় বর্তমানে হই হই করে চলছে জওয়ান। যেখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন অভিনেত্রী নয়নতারা। তাঁর গ্ল্যামার তাঁর পর্দায় উপস্থাপনা তাঁর শাহরুখের সঙ্গে রসায়ন সবটাই দর্শকের প্রশংসায় চর্চিত। নয়নতারা ও শাহরুখ খানের জুটি বর্তমানে সারা ফেলে দিয়েছে বলিউডের অন্দরমহলে। আর এমনই সময় নির্দিষ্ট দুনিয়া আবিষ্কার করলেন ১০ বছর আগে শাহরুখ খানের বলে সেই ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ার বর্তমানে যা ট্রেন্ডে। এই ভিডিয়ো আরও একবার প্রমাণ করে দিল শাহরুখ খান কেন সকলের মনের রাজা। দক্ষিণ ভারতের ছবির প্রচারে গিয়ে শাহরুখ খান হাসতে হাসতে জানিয়েছিলেন ‘ইউ কান্ট টেক মাই গার্ল’। অর্থাৎ তাঁর মহিলা মহল ভক্ত কেউ নিয়ে নিতে পারবে না। শাহরুখ খান রাজা যার রোম্যান্টিক চরিত্রের উপস্থাপনায় ঘুম উত্তর মহিলাদের আজ তারই অ্যাকশন দেখতে মরিয়া ৮ থেকে ৮০। শাহরুখ খান জিনি সিগনেচার অভিনেতা হিসেবে পরিচিত, আজ তারই চরিত্রের দাপটে বক্স অফিসে ঝড় উঠেছে।