Rekha Love Story: ‘ভালবাসি, অস্বীকার করব কেন’, অমিতাভকে নিয়ে সোজাসাপ্টা রেখা…

Relationship Gossip: অনেকের মনে অনেক সেলেব জানতে-অজানতে জায়গা করে নেন। তবে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলেই তাঁরা মুহূর্তে তা এড়িয়ে যেতে থাকেন। সমস্যা সৃষ্টি হয় সেখান থেকেই। তবে কখনও রেখা এই বিষয়টি চেপে রাখেননি মনের মধ্যে। তাঁকে যতবারই প্রশ্ন করা হয়েছে অমিতাভ বচ্চনের প্রতি সম্পর্ক নিয়ে ততবারই স্পষ্ট করে নিজের মনের কথা বুঝিয়ে দিয়েছেন রেখা।

Rekha Love Story: 'ভালবাসি, অস্বীকার করব কেন', অমিতাভকে নিয়ে সোজাসাপ্টা রেখা...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 1:29 PM

বলিউড স্টারদের মধ্যে অধিকাংশের জীবনেই পরকীয়ার জল্পনা উঁকি মারে। তালিকা থেকে বাদ পড়েননি খোদ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। রেখার সঙ্গে যেভাবে তাঁর নাম জড়িয়েছিল, তাতে এক কথায় বলতে গেলে অনেকেই প্রাথমিকভাবে মনে করেছিলেন, তিনি হয়তো সংসারটাই করতে পারবেন না। তবে জয়া বচ্চন শক্তহাতে সামলেছিলেন সবটাই। প্রতিটা ক্ষেত্রে তিনি বারবার প্রমাণ করেছেন, তাঁর ইচ্ছেশক্তি জোর ঠিক কতটা। যার ফলে অমিতাভ বচ্চনের মনে যাই থাকুক না কেন এই বিষয়টাকে কোনওদিনই সেভাবে প্রকাশ্যে আনতে চাননি তিনি। দেননি গুরুত্ব। ফলে রেখা বরাবরই এই সম্পর্কে একমুখীর তকমা দিয়ে এসেছেন।

অনেকের মনে অনেক সেলেব জানতে-অজানতে জায়গা করে নেন। তবে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলেই তাঁরা মুহূর্তে তা এড়িয়ে যেতে থাকেন। সমস্যা সৃষ্টি হয় সেখান থেকেই। তবে কখনও রেখা এই বিষয়টি চেপে রাখেননি মনের মধ্যে। তাঁকে যতবারই প্রশ্ন করা হয়েছে অমিতাভ বচ্চনের প্রতি সম্পর্ক নিয়ে ততবারই স্পষ্ট করে নিজের মনের কথা বুঝিয়ে দিয়েছেন রেখা। সিমি গেরওয়াল একবার এই মর্মে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন রেখাকে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা ভীষণ সহজ।

একবার তাঁর সাক্ষাৎকারে এসে রেখা বলেছিলেন, নিশ্চয়ই ভালবাসি। এটা ভীষম বোকা প্রশ্ন। আমি প্রচুর মানুষকে পেয়েছি যাঁরা আমায় অনেক পরিস্থিতিতে সাহায্য করেছেন, তবে আমি সম্পূর্ণভাবে, স্বেচ্ছায়, নিঃস্বার্থভাবে তাঁকে ভালবেসেছি। তাহলে আমি সিঙ্গল কীভাবে হলাম? আমি কেন অস্বীকার করব? আমি তাঁকে ভালবাসি না? অবশ্যই বাসি। সারা বিশ্বের প্রেম আপি নিয়ে যার, তার সঙ্গে আরও একটু যুক্ত করে যতটা হয়, আমি ওকে ততটাই ভালবাসি। একবার নয়, বারবার রেখা স্পষ্টভাষায় কিংবা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাঁর মনের কথা। কোনওদিন গোপন করেননি তাঁর মনে কী আছে…।