Katrina Kaif: ক্যাটরিনাকে ডেটে নিয়ে যেতে চেয়েছিলেন ইমরান; জানেন ভিকি?

Emraan Hashmi: তিনি বিবাহিত। ক্যাটরিনাও বিবাহিত। এমন অবস্থায় ভাইরাল ইমরানের ফ্যান্টাসি। ক্যাটরিনা কাইফকে নিয়ে নাকি তিনি ডেটে যেতে চান। এদিকে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খানের 'টাইগার থ্রি'তে অভিনয় করছেন ইমরান। তাতে আছেন ক্যাটরিনাও। শুটিং চলাকালীন কি সেই ডেটিংয়ের সুযোগ ঘটেছিল?

Katrina Kaif: ক্যাটরিনাকে ডেটে নিয়ে যেতে চেয়েছিলেন ইমরান; জানেন ভিকি?
ইমরান এবং ক্যাটরিনার ডেট?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 3:54 PM

বলিউডের ‘কিসিং বয়’ ইমরান হাশমি। ‘মার্ডার’ ছবিতে অভিষেক ঘটেছিল ইমরানের। ‘আশিক বানায়া আপনে’র মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। নায়িকাদের সঙ্গে তাঁর উষ্ণ রসায়ন বরাবরই চর্চায় ছিল। যদিও শোনা যেত, মানুষ ইমরান নাকি বেশ লাজুক প্রকৃতির। কোনও মহিলার দিকে নাকি তিনি চোখ তুলে তাকানও না। যদিও পর্দায় একাধিক মহিলার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

এই ইমরানকেই একবার ‘কফি উইথ করণ’-এ কারণ জোহর জিজ্ঞেস করেছিলেন, কোনও অভিনেত্রীর সঙ্গে যদি ডেটে যেতে হয়, তা হলে কার সঙ্গে যাবেন তিনি। একটুও সময় না খরচ করে ইমরান বলেছিলেন, ‘ক্যাটরিনা কাইফ’।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টাইগার থ্রি’র ট্রেলার। সেই ছবিতে ক্যাটরিনা কাইফও রয়েছেন সলমন খানের সঙ্গে। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরানকে। ট্রেলার প্রকাশ্যে আসার পরই ইমরানের লুক সকলের নজর কেড়েছে। সেই সঙ্গে ফের একবার ভাইরাল হয়েছে ‘কফি উইথ করণ’-এর সেই এপিসোডের ক্লিপ, যেখানে ক্যাটরিনা কাইফকে ডেটে নিয়ে যেতে চেয়েছেন ইমরান।

সেখানে আরও একটি প্রশ্ন করা হয়েছিল ইমরান হাশমিকে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কোনও সেলিব্রিটির স্ত্রীকে যদি চুরি করতে বলা হয়, তিনি কার স্ত্রীকে চুরি করবেন। ইমরান বলেছিলেন, অভিষেক বচ্চন। পূর্বে ‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডে ঐশ্বর্য রাই বচ্চনকে ‘প্লাস্টিক বিউটি’ বলেছিলেন ইমরান। এমনটা শোনার পর অভিনেতার উপর খুব চটে গিয়েছিলেন ঐশ্বর্য। পরবর্তীকালে ইমরান বলেছিলেন, করণ জোহরের জোরাজুরিতেই নাকি ‘অ্যাশ’কে প্লাস্টিক বিউটি বলতে বাধ্য হয়েছিলেন ইমরান। এই ঘটনার পর ঐশ্বর্য আজ পর্যন্ত কথা বলেননি ইমরানের সঙ্গে।