Adipurush: বিতর্ক হাজারও, হচ্ছে নিন্দে, এরই মধ্যে উল্টো পথে হাঁটছেন ‘আদিপুরুষ’-এর পরিচালক? 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 20, 2023 | 9:44 PM

Adipurush: একটা ছবি-- যে ছবিকে নিয়ে এই মুহূর্তে চর্চায় গোটা দেশ। কেউ বলছেন ইতিহাসের বিকৃতি ঘটেছে, অত্যাধুনিক সংলাপে কেউ আবার তুলোধনা করছেন খোদ পরিচালক ওম রাউত ও সংলাপ লেখক মনোজ মুন্তাসিরকে। ছবির নাম 'আদিপুরুষ'।

Adipurush: বিতর্ক হাজারও, হচ্ছে নিন্দে, এরই মধ্যে উল্টো পথে হাঁটছেন আদিপুরুষ-এর পরিচালক? 
একটা ছবি-- যে ছবিকে নিয়ে এই মুহূর্তে চর্চায় গোটা দেশ।

Follow Us

 

ফরোজান আখতার 

একটা ছবি– যে ছবিকে নিয়ে এই মুহূর্তে চর্চায় গোটা দেশ। কেউ বলছেন ইতিহাসের বিকৃতি ঘটেছে, অত্যাধুনিক সংলাপে কেউ আবার তুলোধনা করছেন খোদ পরিচালক ওম রাউত ও সংলাপ লেখক মনোজ মুন্তাসিরকে। ছবির নাম ‘আদিপুরুষ’। এই মুহূর্তে প্রায় ৩০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে সোমবার থেকেই চিত্রটা বদলাতে শুরু করেছে ক্রমশ। দর্শক হলমুখী হচ্ছেন কম, পরিবর্তে ক্ষোভ উগরে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। লক্ষ্য করলে দেখা যায়,সমালোচনার মুখে পড়ে ওম কিন্তু তাঁর কৃত কর্মের স্বপক্ষে যুক্তি দিচ্ছেন কম। ছবির সংলাপ শুনে দর্শকদের একাংশের মনে হয়েছে তা মহাকাব্য রামায়ণের অবমাননা। তা কার্যত মেনে নিয়েই ‘আদিপুরুষ’ টিম ছবির সংলাপে বদল এনেছেন। এ নিয়ে গত ১৬ জুন নির্মাতাদের তরফে এক বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, “ছবির ভাবনাকে মূল্য দিয়ে ও ছবির স্বাদ বজায় রাখতেই নির্মাতারা সংলাপের পরিবর্তন ঘটাচ্ছে।” তবে শুধু সংলাপই নয়, ছবির কলাকুশলী থেকে শুরু করে ভিএফএক্স– এ সবই নিয়েই কিন্তু চলছে নিন্দে। নেটিজেন প্রশ্ন তুলেছেন রাউতের মার্ভেল-সম প্রত্যাশা নিয়েও। ছবির ভিএফএক্সে সঙ্গে থর বা ‘গেম অব থ্রোনস’-এর মিল খুঁজে পেতেই পারেন, কিন্তু প্রশ্ন একটাই, দরকার ছিল কি?

প্রসঙ্গত, ছবি মুক্তির পরেই যে সমালোচনা হচ্ছে এমনটা কিন্তু নয়, সূত্রপাত সেই টিজার থেকেই। দেব-দেবীদের পোশাকে চামড়ার উপস্থিতি, উপনয়নের উল্লেখ না থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে ওমের ক্ষেত্রে নিন্দে কিন্তু এই প্রথম নয়। তাঁর প্রথম হিন্দি ছবি ‘তানহাজি’র তথ্যগত সত্যতা নিয়েও উঠেছিল নানা কথা। ২০২০ সালে মুক্তি প্রাপ্ত সেই ছবির সত্যতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও হয়েছিল সমালোচনা। প্রশ্ন হল, কে এই ওম? ওম সাংবাদিক ভরত কুমার রাউত ও প্রযোজক নীনা রাউতের ছেলে। ছোটবেলায় কাজ করেছেন শিশুশিল্পী হিসেবে। প্রযোজক হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন। ‘তানহাজি’ দিয়েই হাত পাকান পরিচালনায়। ‘তানহাজি’ হিট হয়,’আদিপুরুষ’-এর ক্ষেত্রেও সেরকমই এক স্বপ্ন দেখেছিলেন ওম। প্রায় ৫০০ কোটির বাজেটে তৈরি হয়েছিল ছবিটি। নিজেকে ‘রামভক্ত’ বলে বারেবারেই দাবি করেছেন ওম। দাবি করেছেন, আদিপুরুষ বানানোর একটাই উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে এই মহাকাব্য সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। কিন্তু তাঁর সেই ইচ্ছের বাস্তবায়ন হল কী?

ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে ওম বলেন, “প্রত্যেক রামভক্তের মতোই এই ছবির জন্য আমি অপেক্ষা করছি। আমাদের দেশের যে তা ইতিহাস, সব সময় এই নিয়ে চর্চা করা উচিৎ। যতজন মানুষকে সম্ভব তা দেখানো উচিৎ।” তিনি যোগ করেছিলেন রামের আধুনিক, নতুন, ছোটদের উপযুক্ত অ্যানাইম ভার্সন বেশ পছন্দের। আর সেই কারণেই ‘আদিপুরুষ’-এর কনসেপ্টটা খানিক এরকম বেছে নিয়েছেন তিনি। চিত্র সমালোচক গিরীশ ওয়াংখেড়ের কথায়, “আদিপুরুষ দেখে মনে হয় তা অতিরিক্ত আত্মবিশ্বাসে পূর্ণ একটি প্রজেক্ট। যখন কোনও পরিচালক আত্মবিশ্বাসে ফুটতে থাকেন, তখনই ভুলটা হয়ে যায়। ঠিক যেমন রামগোপাল বর্মার ক্ষেত্রে ঘটেছিল। এই ধরনের মহাকাব্যিক অনুপাতের একটি চলচ্চিত্রের জন্য এমন একজন পরিচালকের প্রয়োজন যার মধ্যে নান্দনিকতা, ইতিহাস ও সিনেমার সূক্ষ্ম বোধ রয়েছে।” আপন করেও ‘আদিপুরুষ’কে ফিরিয়েছে দর্শক। বক্স অফিসে কোথায় গিয়ে আয়ের অঙ্ক দাঁড়ায় এখন সেটাই দেখার।

Next Article