Anushka-Ranveer Relationship: রণবীর সিং আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়েই মশগুল; অভিনেতার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে ‘তিক্ত’ কথা অনুষ্কা শর্মার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 07, 2023 | 9:00 PM

Anushka Sharma-Ranveer Kapoor: ২০১০ সালে 'ব্যান্ড বাজা বরাত' ছবির শুটিংয়ের সময় সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় রণবীর সিং এবং অনুষ্কা শর্মার। কেবল গুঞ্জন নয়, সেটা যে সম্পর্কই ছিল, তা নিজেরাও স্বীকার করেছিলেন বহুবার। কিন্তু কেন ভেঙেছিল অনুষ্কা-রণবীরের সম্পর্ক। কারণ বলেছিলেন অনুষ্কা স্বয়ং।

Anushka-Ranveer Relationship: রণবীর সিং আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়েই মশগুল; অভিনেতার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে তিক্ত কথা অনুষ্কা শর্মার
রণবীর এবং অনুষ্কা।

Follow Us

একসময় অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা ঠিক করেছিলেন আর কখনওই ডেট করবেন না অভিনেতা রণবীর সিংকে। এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছিলেন অনুষ্কা। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। কেবল গুঞ্জন নয়, সেটা যে সম্পর্কই ছিল, তা নিজেরাও স্বীকার করেছিলেন বহুবার। কিন্তু কেন ভেঙেছিল অনুষ্কা-রণবীরের সম্পর্ক। কারণ বলেছিলেন অনুষ্কা স্বয়ং।

রণবীর সিং নাকি প্রচণ্ড আত্মকেন্দ্রিক একজন মানুষ। নিজেকে ছাড়া কিছুই ভাবতেন না সেই সময়। বলেছিলেন, “আমি মানছি সেটা রণবীরের প্রথম ছবি ছিল। ইন্ডাস্ট্রিতে তিনি পা রাখছিলেন। নিজের দিকে তাকানোরই কথা। কিন্তু তাও। আমি এমন কাউকে নিজের জীবনসঙ্গী ভাবতে পারব না, যে নিজেকে ছাড়া কিছুই জানে না। দিনের শেষে আমার এমন একজনকে দরকার, যে তাঁর দিন কেমন গেছে এটা বলার পর, আমি সারাদিন কী করলাম সেটাও জানতে চাইবে। আমি কোনওদিন কোনও অভিনেতাকে ডেট করিনি এরপর। কারণ আমার মনে হয়, অভিনেতারা অভিনেতাই হয়। পুরুষ হয় না। আমি নিজে অভিনেত্রী হওয়ার কারণে আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। চাই না আমার সঙ্গীও তাই হয়ে পড়ুন।”

২০১৭ সালে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা শর্মা। তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখের। ২০২০ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা। সাম্প্রতিক গুঞ্জন অনুষ্কা নাকি ফের অন্তঃসত্ত্বা। অভিনয়ে পদার্পণ করার পর ছবি প্রযোজনাতেও মন দিয়েছেন। বেশ কিছু সফল ছবি এবং ওয়েব সিরিজের প্রযোজক তিনি। শেষ অভিনয় করেছেন নিজেরই প্রযোজনায় তৈরি ‘চাকদহ এক্সপ্রেস’-এ। বাঙালি ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর বায়োপিক সেটি।