Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit-Sushant: পোস্ট করেই মুছে ফেলেন টুইট, সুশান্তের বিষয়ে কোন গোপন কথা ফাঁস করেছিলেন অরিজিৎ

Arijit Singh on Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের একাধিক ছবিতে একাধিক গান গেয়েছেন তিনি। তাঁর প্রিয় অভিনেতাকে নিয়ে আগেও অনেক টুইট করেছেন অরিজিৎ। আগ্রহী নেটিজ়েন জানতে চেয়েছিলেন, কী এমন লিখতে পারেন অরিজিৎ সিং। পোস্ট করার কিছু মুহূর্ত পরই নেটিজ়েনরা দেখেন, সেই টুইট হাওয়া। কিন্তু কেন? অরিজিৎ কী এমন লিখেছিলেন সুশান্তর ব্যাপারে, যা মুছে ফেলতে বাধ্য হতে হয় তাঁকে?

Arijit-Sushant: পোস্ট করেই মুছে ফেলেন টুইট, সুশান্তের বিষয়ে কোন গোপন কথা ফাঁস করেছিলেন অরিজিৎ
অরিজিৎ এবং সুশান্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 11:46 AM

রবিবার রাতে ‘এক্স’-এ (সাবেক টুইটার) কিছু একটা লিখেছিলেন গায়ক অরিজিৎ সিং। কিন্তু সেই পোস্ট হওয়া হয়ে যায়। তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কিছু একটা টুইট করেছিলেন অরিজিৎ, যা পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি মুছে ফেলেছেন। টুইটটি শুরু হয়েছিল, “সুশান্ত সিং রাজপুত…” লিখে। আগ্রহী নেটিজ়েন জানতে চেয়েছিলেন, কী এমন লিখতে পারেন অরিজিৎ সিং। পোস্ট করার কিছু মুহূর্ত পরই নেটিজ়েনরা দেখেন, সেই টুইট হাওয়া। কিন্তু কেন? অরিজিৎ কী এমন লিখেছিলেন সুশান্তর ব্যাপারে, যা মুছে ফেলতে বাধ্য হতে হয় তাঁকে?

বহু তারকার হয়ে গান গেয়েছেন অরিজিৎ। সুশান্ত সিং রাজপুতের একাধিক ছবিতে একাধিক গান গেয়েছেন তিনি। তাঁর প্রিয় অভিনেতাকে নিয়ে আগেও অনেক টুইট করেছেন অরিজিৎ। কিন্তু এই মুছে ফেলা টুইটকে কেন্দ্র করে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। পোস্টটি ডিলিট করে অরিজিৎ লিখেছেন, “সরি, মুছে ফেলতে বাধ্য হলাম…”। তারও কিছু মুহূর্ত পর আবারও লিখেছেন, “মুড সুইং সত্য…”।

এর আগে সুশান্ত কে নিয়ে একাধিক পোস্টে অরিজিৎ লিখেছিলেন, “এটাই হয়েছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে” কিংবা, “সুশান্ত সিং রাজপুত ভাল। আমরা ওকে হ্যান্ডেল করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য”।

কিছুদিন আগেই সলমন খানের সঙ্গে অরিজিতের সম্পর্ক ভাল হয়েছে। বলিউড বড় বিচিত্র জায়গা। কার সঙ্গে কখন সম্পর্ক ভাল হয়, কখন মন্দ হয়, কেউ আগে থেকে অনুমান করতে পারে না। এখানে সম্পর্কের সমীকরণ হঠাৎ-হঠাৎ পাল্টে যায়। পাল্টে যায় মানুষের গতিবিধিও। মনে ভয়ও থাকে বিপুল। কারণ, এই শহরের বিকল্প প্রচুর। অরিজিতের কোনও বিকল্প নেই। তবুও তাঁর প্রাণে হয়তো ভয়ে আছে….যে কারণে দুই লাইন লিখে তিনি মুছে দিতে বাধ্য হয়েছেন।