দীপিকা পাড়ুকোন প্রায়শই তাঁর ইনস্টাগ্রাম পোস্টগুলির জন্য ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে ওঠেন – এটি অদ্ভুত ছবি বা বিস্ময়কর ক্যাপশন বা এমনকি পোস্ট মুছে ফেলার জন্যও। আবারও তেমনই এক কাজ করলেন দীপিকা। তাঁর ভক্তদের জন্য একটি পোস্ট করেন ইনস্টাগ্রামে, যেখানে তিনি একটি বিজ্ঞাপন শ্যুট থেকে বিটিএস ছবির একটি সেট ভাগ করেছেন। অভিনেত্রীকে যথারীতি সেই পোস্টে সুন্দর দেখাচ্ছে। কিন্তু বিষয়টা সেটা নয়। তিনি তাঁর পোস্টটি দিয়ে তৎক্ষণাত তা মুছে ফেলে, আবার শীঘ্রই ছবিগুলির একই সেট পুনরায় শেয়ার করেন। কেন তিনি এমন করেন? তাঁর নতুন পোস্টের বর্তমান ক্যাপশনে লেখা হয়েছে, “আপনি কি মনে করেন আমি কি নিয়ে চিন্তা করছি…”। তাঁর আগের পোস্টেও এই লেখাই ছিল, অনুপস্থিত ইমোজি শুধু একমাত্র পার্থক্য ছিল! হ্যাঁ, অনুরাগীরা এই সত্যটি নিয়ে আনন্দিত যে দীপিকা কেবল ক্যাপশনে ইমোজিগুলোর সঙ্গে একই ছবি শেয়ার করার জন্য পোস্টটি মুছে দিয়েছেন!
একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত অভিনেত্রী, তার মধ্যেও সময় বের করে ভক্তদের সঙ্গে জুড়ে থাকেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অমৃতা রূপে তাঁকেই এক ঝলক দেখা গেছে বলেই ভক্তরা ইতিমধ্যেই দাবি করছেন। এছাড়াও তাঁকে শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে বহুল প্রত্যাশিত অ্যাকশন-থ্রিলার ‘পাঠান’-এ দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২৫ জানুয়ারী, ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
খুব তাড়াতাড়ি ‘ফাইটার’ ছবির শুটিংও শুরু করবেন দীপিকা। আসন্ন সিদ্ধার্থ আনন্দের পরিচালনায়ও অ্যাকশন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। প্রকল্পটি হৃতিকের সঙ্গে দীপিকার প্রথম কাজ। দুইজনের ভক্তরাই তাঁদের সঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন। তিনি প্রভাসের সঙ্গে বিজ্ঞান নির্ভর কল্পকাহিনী থ্রিলার ‘প্রজেক্ট কে’ দিয়ে তাঁর তেলুগু ছবিতে ডেবিউ করতে চলেছেন। ছবিতে অমিতাভ বচ্চনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। পাঠান ছাড়াও শাহরুখের ‘জওয়ান’ ছবিতে দীপিকা ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। অমিতাভের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেক আর রয়েছে ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্র।