Brahmastra 2: দক্ষিণকে টুকতেই কি ব্রহ্মাস্ত্র ২-৩! আর্থিক ক্ষতি সামাল দিতেই কি সিক্যুয়েল নিয়ে বড় সিদ্ধান্ত অয়নের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 16, 2022 | 10:26 AM

Ayan Mukherjee: পরবর্তীতে ঠিক কতটা ব্যয় করতে চলেছেন তিনি সিক্যুয়েলের জন্য! ক্ষতির পরিমাণ কমাতেই কি প্রথম ছবির বক্স অফিস আয় দেখার অপেক্ষায় দিন গুনছেন তিনি!

Brahmastra 2: দক্ষিণকে টুকতেই কি ব্রহ্মাস্ত্র ২-৩! আর্থিক ক্ষতি সামাল দিতেই কি সিক্যুয়েল নিয়ে বড় সিদ্ধান্ত অয়নের
রেনারসের শুটিং শেষে মন্দির দর্শন

Follow Us

বলিউডের চেনা সমীকরণে যে ছবি সেভাবে আর বক্স অফিসে জায়গা করতে পারছে না, এই বিষয়টা বেশ স্পষ্ট ছবি নির্মাতাদের কাছে। তাই এবার বৈচিত্র আনতেই নতুন নতুন ধাঁচে ও ছাঁচে ছবিকে তৈরি করে দর্শকদের দরবারে আনতে মরিয়া সকলেই। বর্তমানে ভক্তমনে দক্ষিণী ছবির রাজত্ব। প্রতিটা ছবি এক কথায় বলতে গেলে হিট। তবে ঠিক কী কী কারণে দক্ষিণের ছবির জয়-জয়কার, সেই পয়েন্টগুলোকে খুঁটিয়ে দেখেই কি এবার বলিউড ছবি করছে! তার উত্তর এখনই না মিললেও ব্রহ্মাস্ত্রের ট্রেলার মুক্তি পাওয়ার পর জল্পনা তুঙ্গে। অনেকটা যেন আর আর আর শুরুর টাইটেল মিউজিকের সঙ্গে ট্রেলারের মিল পেলেন কিছু সংখ্যক দর্শকেরা। আবার অনেকেই খুঁজে পেলেন জল ও আগুনের কনসেপ্টের সঙ্গে মিল। তবে ব্রহ্মাস্ত্র ট্রেলার যে সেই দিক থেকে বেশি কিছুটা এগিয়ে তা গ্রাফিক্স ও গ্রীন স্ক্রিনের কাজ দেখেই স্পষ্ট অনুমান করা যায়।

এ তো গেল বহু অপেক্ষার পর পার্ট ওয়ান পর্ব। ব্রহ্মাস্ত্রকেও পরিচালক অয়ন মুখোপাধ্যায় ভেঙেছেন বেশ কয়েকটি ভাগে। বাহুবলী থেকে শুরু করে কেজিএফ-এর ট্রেন্ড ধরে এবার তৈরি হচ্ছে ব্রহ্মাস্ত্র। প্রথম পর্বের কাজ ইতি। আর মাত্র ৫০ দিনের মাথায় মুক্তি পাবে এই ছবি। ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এখানেই শেষ নয়, পাশাপাশি সেখানেই শাহরুখ খানের উপস্থিতি নিয়েও এখন জল্পনা তুঙ্গে। এবার আসা যাক ছবির সিক্যুয়েলে। কবে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের কাজ!

সম্প্রতি এই নিয়ে মুখ খুলে জানালেন পরিচালক, এখনই নয়। প্রথম পর্বের ছবি আগে মুক্তি পাবে। তারপরই শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ছবির কাজ। বিগ বাজেট ও বহু প্রতিক্ষীত ছবির মার্কেট নিয়েই কি এখন চিন্তায় অয়ন! প্রথম পর্ব ঠিক কতটা সাফল্য এনে দেয়, তার ওপর নির্ভর করবে পরবর্তীতে ঠিক কতটা ব্যয় করতে চলেছেন তিনি সিক্যুয়েলের জন্য! ক্ষতির পরিমাণ কমাতেই কি প্রথম ছবির বক্স অফিস আয় দেখার অপেক্ষায় দিন গুনছেন তিনি! এমনই নানা প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও তার সঠিক উত্তর মিলবে ৯ সেপ্টেম্বরের পরই।

Next Article