Shahrukh Khan: পাও ভাজি হেঁটে আসে শাহরুখের কাছে, আসে এক নাকি বস্তা বালিও!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 25, 2023 | 1:33 PM

Bollywood: স্টারডম পেতেই বিখ্যাত হতে চেয়েছিলেন শাহরুখ খান। সরল ও সৎ মনে স্বীকার করেছেন তিনি। নিজের সাফল্য নিয়ে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না এই তারকা।

Shahrukh Khan: পাও ভাজি হেঁটে আসে শাহরুখের কাছে, আসে এক নাকি বস্তা বালিও!
শাহরুখ খান।

Follow Us

শাহরুখ খানের সাফল্য অনেকের কাছে ঈর্ষার কারণ। দিল্লি থেকে আসা এক অতি সাধারণ বাড়ির ছেলের বলিউড জয়ের কাহিনি। চোখে একরাশ স্বপ্ন এবং সে স্বপ্নকে সত্যি করার যে জেদ দেখিয়েছিলেন শাহরুখ, তা সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জোগায়। ভালবাসতে শেখায় নিজেকে। অনেক সময় শোনা যায় বিখ্যাত হলে নিজের অতীতকে মিস করেন তারকারা। প্রকাশ্যে পাও ভাজি খাওয়া, ফুচকা খাওয়া কিংবা দেহরক্ষী ছাড়া বাইরে বেরনো বন্ধ থাকে তাঁদের। না হলে যে মবড হতে হবে জনতার হাতে। অনুরাগীরা ছেঁকে ধরবেন। শাহরুখেরও কি পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছে করে?

একটি টকশোতে শাহরুখ স্পষ্ট বলেছিলেন, তিনি তাঁর পুরনো জীবনে ফিরে যেতে চান না। কারণ, সেই সাধারণের জীবন তিনি কোনওদিনই চাননি। বরাবরই তিনি বিখ্যাত হতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, তাঁর চারপাশে ৫ জন দেহরক্ষী থাকুক। তাঁকে দেখে মানুষ ছুটে-ছুটে আসুক। তিনি ব্য়ক্তিগত বিমানে এদেশ থেকে ওদেশ যেতে চান। তাঁর কাছে দামী গাড়ি থাক। আজ যখন তিনি আইসক্রিম খেতে চান, তাঁর সামনে ৫টি ফ্লেভারের আইসক্রিম এসে হাজির হয়। সমুদ্রের ধারে পাও ভাজি খেতে চাইলে, তাঁর কাছে পাও ভাজি চলে আসে হেঁটে। সঙ্গে চলে আসে এক বস্তা বালিও। এই জীবন শাহরুখকে অনেক আনন্দ দেয়। ফলে তিনি পিছনে ফিরে তাকাতে চান না।

শাহরুখেরই মন্তব্য অনেকেই অনুপ্রেরণা জুগিয়েছে। যাঁরা লোকের ভয়ে নিজের সাফল্যকে প্রদর্শন করতে সাহস পান না, তাঁরা শাহরুখের এই কথাগুলো শুনে হয়তো খানিক সাহস পেলেও পেতে পারেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জওয়ান’। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’। বছর শেষে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। ২০১৮ সালের ‘জ়িরো’ মুক্তি পাওয়ার পর তা কার্যতই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। হিরোর তকমা খুইয়ে নিজেকে ‘জিরো’ হিসেবে প্রতিপন্ন করেছিলেন শাহরুখ। অন্তত নিন্দুকেরা তেমনটাই মনে করেছিল কিং খানের সম্পর্কে। যদিও তারা কেউই শাহরুখের বিশ্বাসভঙ্গ করতে সফল হয়নি। তবে কিংয়ের অনুরাগীরা তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। এবং ২০২৩ সাল আসতে না-আসতেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। অনুরাগীরা বলছেন,’পাঠান’ কিংবা ‘জওয়ান’ নয়, শাহরুখের এ বছরের আসল ব্লকবাস্টার হিট রাজকুমার হিরানী পরিচালিত ছবি ‘ডাঙ্কি’ হতে চলেছে।

Next Article