Salman Khan: ‘আমি সুপারস্টার নই’, ‘টাইগার থ্রি’র ব্যবসা দেখেই কি এমনটা জানিয়ে দিলেন সলমন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 24, 2023 | 7:36 PM

Salman Khan: বলে দিলেন তিনি মোটেও সুপারস্টার নন। তিনি নিজেকে সুপারস্টার বলে মনেই করেন না। টাইগার থ্রি সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি বলেই কি এই মত তাঁর? একেবারেই নয়। কারণ সলমন খান নিজেই জানিয়েছেন, টাইগার থ্রি নিয়ে দর্শকদের মনে উচ্ছ্বাস দেখে তিনি বেজায় খুশি 

Salman Khan: আমি সুপারস্টার নই, টাইগার থ্রির ব্যবসা দেখেই কি এমনটা জানিয়ে দিলেন সলমন?
এ কথাও বলেছেন, দুটি জিনিস ত্যাগ করা এবং দুটি জিনিস গ্রহণ করা সহজ বিষয় নয়।

Follow Us

এখনও পর্যন্ত বলিউডের মাথায় যে চার সুপারস্টার, তাই মেনে চলেছেন অধিকাংশ দর্শকেরা। যার মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান ও আমির খানের নামই উঠে আসে বারবার। কিন্তু এবার প্রকাশ্যে সলমন খান জানিয়ে দিলেন তিনি নাকি সুপারস্টারই নন। তিনি এমন কোনওদিনও অনুভব করেন না। তাঁর পোশাক, তাঁর চলাফেরা নাকি সুপারস্টারের মতো নয় বলেই প্রকাশ্যে দাবি করলেন টাইগার থ্রি স্টার। তাঁকে প্রশ্ন করা হয়, সুপারস্টার হিসেবে তাঁর কেমন লাগে…। এই প্রশ্ন শুনেই নিজের মতামত সাফ জানিয়ে দিলেন সলমন খান। বলে দিলেন তিনি মোটেও সুপারস্টার নন। তিনি নিজেকে সুপারস্টার বলে মনেই করেন না। টাইগার থ্রি সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি বলেই কি এই মত তাঁর? একেবারেই নয়। কারণ সলমন খান নিজেই জানিয়েছেন, টাইগার থ্রি নিয়ে দর্শকদের মনে উচ্ছ্বাস দেখে তিনি বেজায় খুশি

তবে সুপারস্টার প্রসঙ্গে তিনি বললেন, ”আমি কখনও এভাবে ভেবে দেখিনি। আমি নিজেকে কখনও সুপারস্টার মনে করিনি। আমার অভ্যাসগুলোও সুপারস্টারের মতো নয়। যেভাবে আমি চলাফেরা করি, যেভাবে আমি পোশাক পরি, আমি এমন কিছুই করি না, যা সুপারস্টারের সংজ্ঞা দেয়। আমার মন সেভাবে ভাবে না। আমার মধ্যে সুপারস্টারের মতো কিছুই নেই। সত্যি কিছু নেই। আমার মনে হয় না সলমন খান সুপারস্টার। এটা সম্পূর্ণ ভুল। আমি এমন অনুভবই করিনি কখনও। আমি খুব খুশি হই সকালে ঘুম থেকে উঠে, আমি কফি পান করি, দিনটা শুরু করি। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।” প্রসঙ্গত এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে মাত্র ৪০০ কোটি, ভারতের বুকে মাত্র ২৫০ কোটি পার কেরেছে টাইগার থ্রি। এখন দেখার শেষ পর্যন্ত এই ছবি কত কোটি আয় করে।

Next Article