শাহরুখ খান বর্তমানে একের পর এক অ্যাকশন নির্ভর ছবিতে কাজ করছেন। ‘পাঠান’-এ দাপটের সঙ্গে ফাইট করা এই স্টার এবার শুটিং সেটে গুরুতর আহত হলেন। বিদেশের মাটিতে চলছিল ছবির কাজ। আমেরিকায় তাঁর আগামী ছবি শুটিং করছিলেন কিং খান। সেই সময়ই চোট পান তিনি। শুটিং সেটেই ঘটে এক অঘটন। তার জেরেই অস্ত্রোপচার করতে হয় শাহরুখ খানের। সেই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে ছিলেন কিং খান। ইটাইমস (Etimes)- এর খবর অনুযায়ী, শাহরুখ খান তাঁর এক প্রজেক্টে কাজ করছিলেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে তিনি নাকে আচমকাই গুরুতর চোট পান। রক্তক্ষরণের মাত্রা দেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কথা অনুযায়ী, ”চিন্তার কোনও কারণ নেই।” রক্ত পড়া বন্ধ করার জন্য একটি ছোট্ট অপারেশন করার পরামর্শ দেন ডাক্তার। এরপর নাকে ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় কিং খানকে। এখন তিনি দেশে ফিরেছেন। বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন বলেই বলিউড সূত্রে খবর।
খবর সামনে আসা মাত্রই উদ্বেগ জেগেছে ভক্তদের মনে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই খবর। শাহরুখ কেমন আছেন তা জানতেও মরিয়া হয়ে ওঠেন সকলে। যদিও খবর, আপাতত তিনি এখন মুম্বইয়ের বাড়িতেই রয়েছেন। বর্তমানে নিজেকে ফাইটার লুকেই তৈরি করে নিয়েছেন অভিনেতা শাহরুখ। একটা সময় তাঁর ফাইটের দৃশ্য যেভাবে সমালোচিত হতো, ঠিক ততটাই প্রশংসিত তাঁর পাঠান ছবির লুক। তবে ‘জওয়ান’ ছবিতেও তিনি একইভাবে ঝড় তুলবেন বলে খবর।
এখন ভক্তরা তাঁর আগামী ছবি ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায়। তারপরই পাইপ লাইনে রয়েছে ডানকি ছবি। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। শাহরুখ খান ‘ডানকি’র পরবর্তী ছবি নিয়েও কথাবার্তা শুরু করেছেন ইতিমধ্যে। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দের সঙ্গে আবারও জুটি বাঁধবেন তিনি। সঙ্গে থাকতে পারেন তাঁর কন্যা সুহানা খান।