Suhana Khan: ‘দ্য আর্চিস’ মুক্তির আগেই জল্পনা তুঙ্গে, এবার করণের প্রযোজনায় সুহানা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 06, 2023 | 9:42 PM

Inside Story: ছেলেকে না পেয়ে এবার শাহরুখ খানের মেয়ের ওপর নজর গেল করণ জোহরের। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে তিনি নাকি এবার সুহানা খানকে নিয়ে ছবি করতে চলেছেন।

Suhana Khan: দ্য আর্চিস মুক্তির আগেই জল্পনা তুঙ্গে, এবার করণের প্রযোজনায় সুহানা?

Follow Us

‘দ্য আর্চিস’ ওয়েব সিরিজের মাধ্যমে বিনোদন জগতে পা রাখতে চলেছেন সুহানা খান। অভিনয়ে অভিষেক শাহরুখ কন্যার। জোয়া আখতারের পরিচালনায় এই ওয়েব সিরিজ আসছে ওটিটি প্ল্যার্টফর্মে। তবে সুহানা খান একাই নন, সঙ্গে থাকছেন অগস্থা নন্দী, খুশি কাপুরও। একগুচ্ছ স্টারকিড এবার একসঙ্গে নেটফ্লিক্সের সিরিজে। তবে সুহানা খানকে আগে থেকেই ছবিতে নিতে চেয়েছিলেন করণ জোহর। করণের সঙ্গে শাহরুখ খানজের পারিবারিক সম্পর্ক। শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকেও তিনি বারবার অনুরোধ করেছিলেন অভিনয় জগতে নামতে। কিন্তু তিনি তাতে বিন্দুমাত্র রাজি ছিলেন না। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি পর্দার পিছনেই কাজ করতে চান। তেমনটাই হচ্ছে। নিজের প্রথম ওয়েব সিরিজ পরিচালনার কাজ শুরু করেছেন আরিয়ান খান।

তবে ছেলেকে না পেয়ে এবার শাহরুখ খানের মেয়ের ওপর নজর গেল করণ জোহরের। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে তিনি নাকি এবার সুহানা খানকে নিয়ে ছবি করতে চলেছেন। যদিও ফাইনাল কথা এখনও হয়নি। তবে সুহানা খান ও করণের জুটির খবর বিন্দুমাত্র চাপা থাকল না। শাহরুখ খানের সঙ্গেও সুহানার ছবি করার খবর বলিউডে ঘুরছে বর্তমানে। শোনা যাচ্ছে ওয়ার ও পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ শাহরুখ ও সুহানা খানকে নিয়ে ছবি করতে চলেছেন।

যদিও এই মর্মে শাহরুখ খান মুখ খোলেননি। তবে ছেলের ওয়েব সিরিজে যে তিনি ক্যামিও করছেন তা এক কথায় স্পষ্ট। তাঁর পাশাপাশি এই সিরিজে ক্যামিও করছেন রণবীর সিংও। সব মিলিয়ে এখন শাহরুখ খানের পরিবার খবরের শিরোনামে। মেয়ের সিরিজ, শাহরুখ খানের ছবি সঙ্গে আরিয়ান খানের ওটিটি সিরিজ। সব মিলিয়ে খান পরিবার এখন সরগরম করে রেখেছে গোটা বলিউড। শাহরুখ খানের আগামী ছবি জওয়ানও খবরের শিরোনামে।

 

Next Article