২০২৩, এক কথায় বলতে গেলে শাহরুখ খানের বছর। ভক্তরা প্রায় চারবছর ধরে অপেক্ষায় ছিলেন, কবে ২০২৩-এ মুক্তি পাবে শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির প্রতিটা আপডেটেই সকলের কড়া নজর। ইতিমধ্যে টিকিট বিক্রিতে রেকর্ড গড়ার পথে কিং খান। তারই মাঝে মিলল আরও এক সুখবর, শাহরুখ খান নাম লেখালেন বিশ্বের সেরার তালিকায়। না, অভিনেতা কিংবা অন্যকোনও বিষয় নয়, শাহরুখ খান এবার বিশ্বে চতুর্থ হলেন ধনীর নিরিখে। বুধবার এই খবর সামনে আসা মাত্রই তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়।
বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে পাল্লা দিচ্ছে শাহরুখ খানের অর্থের ভান্ডার। তাঁর বিলাসবহুল জীবনযাপনের পরতে-পরতে জড়িয়ে থাকা নানা অধ্যায়ে কেবল ঝাঁ-চকচকে ফ্রেমই এখন চর্চায়। তবে এই অভিনেতাই একটা সময় বলিউডে পা রেখেছিলেন মাত্র ২০০ টাকা পকেটে নিয়ে। তিনি আজ বলিউডের সকলকে টেক্কা দিয়ে তথাকথিত বিশ্বের অন্যতম ‘বড়লোক’ অভিনেতা।
বুধবার সামনে এল বিশ্বের মোট ৮ ধনী অভিনেতার তালিকা। সেখানেই চতুর্থস্থান দখল করলেন শাহরুখ খান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ান ডলার। হলিউড অফিনেতা টম ক্রজ়-কে হারিয়ে তালিকায় ওপরে কিং খান। শাহরুখের দখলে মন্নত-এর পাশাপাশি রয়েছে দামী দামী একাধিক গাড়ি।
শাহরুখ খান প্রতি বছর তাঁর এক ভক্তের থেকে চাঁদের জমিও উপহারে পেয়ে থাকেন। শাহরুখ খানের দখলে একাধিক গাড়ির কালেকশনও রয়েছে। সম্প্রতি মন্নত-কে ঢেলে সাজিয়েছেন গৌরী খান। রয়েছে দিল্লিতে একটি বাংলোও। সব মিলিয়ে খবর সামনে আসতেই তা শাহরুখ খানের ভক্তদের নজর কাড়ে। কোনও স্টারকিড নন, বহিরাগত হয়েই ভারতের বুকে সর্বাধিক ধনী অভিনেতা তিনি, এমন কি বিশ্বেও প্রথমপাঁচে জায়গা করে নিয়েছেন কিং খান।